আর সব কিছুর মতো জরুরী কেনাকাটা, বিল পরিশোধ এবং টাকা ট্রান্সফার সবই এখন হয় মোবাইল ফোনে ফোনে। যেহেতু, মোবাইল পেমেন্টে একটি ভুলে অনেক বড় সর্বনাশ হয়ে যেতে পারে তাই এক্ষেত্রে থাকতে হবে সর্বোচ্চ সচেতন:
- ফোন যেন অবশ্যই সবসময় ‘লকড’ থাকে
- লক করার সময় মনে রাখবেন ফোনের প্যাটার্ন/পিন যেন কঠিন হয়
- কোনো পাসওয়ার্ড/পিন/সিকিউরিটি কোড ফোনে সেভ করে রাখবেন না
- মোবাইলের সিস্টেম আপডেট চালু রাখুন ও নিয়মিত হালনাগাদ করুন
- মোবাইল অনুযায়ী কেবল গুগল প্লে স্টোর/আইওএস অ্যাপ স্টোর/উইন্ডোজ স্টোর থেকে প্রয়োজনীয় অ্যাপ সংগ্রহ করুন
- শেয়ার ইট দিয়ে বা অন্য কোনো সাইট থেকে অ্যাপ নামিয়ে ইনস্টল না করাই ভালো
- থার্ড পার্টি অ্যাপ ‘আলাউ’ নিষ্ক্রিয় রাখুন
- প্রয়োজনছাড়া ব্লুটুথ ও ওয়াইফাই চালু না রাখাই ভালো
- ফ্রি ওয়াইফাই ব্যবহার থেকে বিরত থাকুন, এতে যেকোনো সময় হ্যাকিংয়ের শিকার হতে পারেন
এসব পরামর্শের পাশাপাশি অবশ্যই আপনার মোবাইলে প্রিমিয়াম মানের মোবাইল সিকিউরিটি অ্যাপ তথা অ্যান্টিভাইরাস ব্যবহার করার অভ্যাস করুন, কেননা মোবাইল অ্যান্টিভাইরাস আপনাকে সব ধরণের ভাইরাস ও ম্যালওয়্যার থেকে সুরক্ষার পাশাপাশি নিশ্চিত করবে তথ্যের গোপনীয়তা ও একান্ততা।