কম্পিউটারের ভাইরাস থেকে একান্ত তথ্য, ফাইল বেহাত হওয়া থেকে শুরু করে হতে পারে সোশ্যাল মিডিয়া হ্যাকিং কিংবা পুরো কম্পিউটার বিকল! ভাইরাসের রকমফের থাকলেও একটি বিষয়ে কম-বেশি সব ভাইরাসেই রয়েছে দারুণ মিল, আর তা হচ্ছে ব্যবহারকারীর ক্ষতি করতে ভাইরাসের কোনো জুড়ি নেই। সেজন্য সবার আগে প্রয়োজন কম্পিউটারে ভাইরাস আছে কি না তা বুঝতে পারা ও সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা।
চলুন তবে দেখে নেই কম্পিউটারে ভাইরাস থাকার সাধারণ লক্ষণগুলি:
কম্পিউটার অন হতে আগের চেয়ে বেশি সময় নেয়? কিংবা পর্যাপ্ত স্পেস ও নেট স্পিড ভালো থাকার পরেও স্লো পারফর্মেন্স?? অনেকটা নিশ্চিত যে আপনার পিসিতে ভাইরাস আছে।
কিছু কিছু ভাইরাস যেমন কম্পিউটারে থাকা ফাইল মুছে দেয়, তেমনি কিছু ভাইরাস আবার অনেক রকমের ফাইল তৈরি করে।
সাধারণত, কোনো সাইট ব্রাউজ করার সময় হুট করে বিজ্ঞাপন ভেসে উঠে, এমন পপ-আপ স্বাভাবিক কিন্তু যদি এমনও হয় আপনি নেটে কানেক্টেড না তবুও পপ-আপ ভেসে আসে – তবে তা ভাইরাসের জন্যই!
ভাইরাসের আরেকটি লক্ষণ হচ্ছে চলতে চলে কম্পিউটার হুট করে বন্ধ হয়ে যাওয়া।
আপনার কলিগস কিংবা ফ্রেন্ডস যদি জানায় আপনার কাছ থেকে মেইল পেয়েছে কিন্তু আদতে আপনি তা পাঠাননি তবে জেনে নিন এটাও ভাইরাসের কারসাজি!
আপনার পিসিতে উল্লিখিত লক্ষণসমূহের কোনোটি দেখা গেলে দেরি না করে দ্রুত কম্পিউটারে থাকা প্রয়োজনীয় ফাইলগুলি এক্সটার্নাল কোনো ডিস্ক বা ক্লাউডে ব্যাকআপ নিন এবং বাজার থেকে ভালো মানের অ্যান্টিভাইরাসের লাইসেন্সড ভার্সন ক্রয় করে ইনস্টল করুন ও সম্পূর্ণ কম্পিউটার ফুল স্ক্যান করে নিন।