মোবাইল ফোন ছাড়া একদিন – চিন্তা করে দেখুন তো! একদিন কেন এক বেলা, কিংবা এক ঘণ্টা ভাবলেই মাথা ঘুরে যাবে অনেকের। প্রিয়জনের খোঁজ থেকে জরুরী কাজ – সবই এখন মোবাইল ফোন নির্ভর। তাই, ফোন সাথে থেকে চার্জ না থাকলেও অসহায় বোধ করেন অনেকেই। বেড়াতে গিয়ে, হাসপাতালে অথবা শপিং মলে তাই ফোনের চার্জ শেষের দিকে দেখলেই চার্জিংয়ের উপায় খুঁজতে শুরু করেন সবাই। আর, এই সুযোগেই মোবাইল ফোন জুস জ্যাকিংয়ের শিকার হয়!
জুস জ্যাকিং কী?
ধরুন, উল্লিখিত পরিস্থিতিতে ফোন চার্জে দিলেন। কিছুদিন পর হুট করে অপরিচিত নম্বর থেকে কল করে দাবি করা হলো- আপনার অনেক গোপনীয় ছবি কলকর্তার কাছে, আপনি এই পরিমাণ টাকা না দিলে তা ইন্টারনেটে আপলোড করে দেবে। কেমন লাগবে?
আপনি হয়তো মনে মনে ভাবছেন, আপনার ছবি তারা কোথায়ই বা পাবে! কিন্তু, নির্ধারিত সময় পরে দেখলেন সত্যিই এমন কিছু করা হলো। নিশ্চয়ই এর চাইতে বাজে কিছু আর হতে পারে না। এভাবে কোথাও পাবলিক চার্জিয়ের আড়ালে (সহজ কথায় চার্জার দেখানো হলেও সেসব আসলে ডাটা ক্যাবল, ফলে আপনি চার্জে লাগালে পিছনে থাকা কম্পিউটার সিস্টেমে তাৎক্ষণিকভাবে আপনার ফোনে থাকা যাবতীয় ফাইল ব্যাকআপ নিয়ে নেয়া হয়) তথ্য চুরিকে বলা হয় জুস জ্যাকিং।
জুস যেমন প্যাকেটে থাকলেও পাইপ বেয়ে যিনি খাচ্ছেন তার মুখে চলে আসে, এখানেও তেমনি টার্গেটের মোবাইল ফোনের যাবতীয় তথ্য ও ছবি হ্যাকারের কাছে চলে যায় বলেও হতে পারে এমন নামকরণ!
যেভাবে নিরাপদ থাকবেন
এমন পরিস্থিতি এড়াতে সবচাইতে ভালো হয় কোথাও বের হওয়ার এক ঘণ্টা আগে ফোনের চার্জ চেক করে নেয়া ও প্রয়োজনে ফুল চার্জ দিয়ে বের হওয়ার অভ্যাস করা। দরকারের জন্য সাথে একটি ছোট পাওয়ার ব্যাংক কিংবা নিদেন পক্ষে একটি অতিরিক্ত চার্জার (ডাটা ক্যাবল নয়, সরাসরি বিদ্যুৎ সংযোগ সুবিধা সম্বলিত) সাথে রাখুন।
একান্ত কখনো বাইরে বা অন্য কারো কম্পিউটার থেকে চার্জ দেয়া প্রয়োজন হলে ফোন সুইচ অফ করে চার্জে দিন, চার্জে থাকাকালীন কোনো অবস্থাতেই ফোন অন করবেন না। এছাড়াও, ঘরে-বাইরে মোবাইল ফোনে রক্ষিত ডাটার নিরাপত্তায় অবশ্যই মোবাইল সিকিউরিটি ব্যবহার করার অভ্যাস করুন।