03
Jun, 2017

anti-spam

ফিশিং ও স্প্যামিং – অনলাইনের দুই বড় আতঙ্কের নাম। সাধারণত, একসঙ্গে অজস্র মানুষকে অযথা এসএমএস বা মেইল পাঠানো স্প্যামিং আর তাতে কোনো জনপ্রিয় বা প্রসিদ্ধ ওয়েবসাইটের লগইন পাতার মতো হুবহু নকল পাতা তৈরি করে কাউকে লিংক পাঠিয়ে লগইনে উৎসাহিত করে ইউজার নেম, পাসওয়ার্ড বা ব্যাংকিং তথ্য চুরি বা চেষ্টা করা ফিশিং।

স্প্যাম ও ফিশিং থেকে রক্ষা পেতে রিভ ইন্টারনেট সিকিউরিটি ও রিভ টোটাল সিকিউরিটিতে রয়েছে অ্যান্টি স্প্যাম ও অ্যান্টি-ফিশিং। চলুন তবে দেখে নেই এটি কীভাবে কাজ করে।

যেভাবে আমাদের ইমেইল সিকিউরিটি কাজ করে

রিভ অ্যান্টিভাইরাসের ইমেইল সিকিউরিটি মূলত কাজ করে অ্যানালাইজ ও ব্লকিংয়ের মাধ্যমে। এটি ইনস্টলকৃত পিসি’র মেইলিং সফটওয়্যার, যেমন আউটলুকের সাথে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যায় ও সেখানে আসা মেইলগুলিতে কোনো লিংক সংযুক্ত আছে কি না তা স্ক্যান করে। যদি সেখানে থাকা লিংক বেনামি বা নকল হয়, তবে সেই ইমেইলটিকে স্বয়ংক্রিয়ভাবে REVE Spam ফোল্ডারে নিয়ে যায়।

এছাড়াও, একই ঠিকানা থেকে পাঠানো পর পর ৩টি ইমেইল যদি আপনি ওপেন না করেই ডিলিট করে দেন, তবে এর পর থেকে এই আইডি থেকে আসা মেইলও নিজে থেকে স্প্যাম ফোল্ডারে আলাদাভাবে জমা হবে। এভাবে, রিভ অ্যান্টিভাইরাস ব্যবহারে একদিকে যেমন অপ্রয়োজনীয় বা বিরক্তিকর মেইল আর আপনাকে খুঁজে খুঁজে বের করে আলাদা করতে হয় না তেমনি মেইলে কোনো ক্ষতিকর বা নকল সাইটের লিংক থাকলে তাও স্বয়ংক্রিয়ভাবে সনাক্ত হয়ে যায়; ফলে আপনি পান নিরাপদ ইনবক্স!

The Author

Abhijeet Guha

Abhijeet is an active blogger with decent experience in the IT Security industry. He researches on various topics related to cyber security and pens down his research in the form of articles & blogs. You can reach him at abhijeet@reveantivirus.com.
Abhijeet Guha
  Leave a Comment
Search for: