বাজারের সেরা অ্যান্টি-ম্যালওয়্যার কোনটি – আমরা প্রায়ই এই প্রশ্নের মুখোমুখি হই। কেবল আমরাই নই, এই প্রশ্ন শুনতে হয় দোকানদার ও সার্ভিস ইঞ্জিনিয়ারদেরও। বিক্রেতা মাত্রই নিজের পণ্যকে সবার সেরা বলবেন স্বাভাবিক তবুও আমাদের এবারের পোস্টে থাকছে প্রচলিত অ্যান্টি-ম্যালওয়্যারসমূহের তুলনামূলক বিশ্লেষণ:
ম্যালওয়্যার অর্থে কম্পিউটারের জন্য ক্ষতিকর প্রোগ্রাম তথা ভাইরাস বুঝানো হলেও সব ধরণের সাইবার থ্রেট যেমন অ্যাডওয়্যার, স্পাইওয়্যার, ট্রোজান, স্পাইওয়্যার এবং ওয়্যার্ম এর আওতাভুক্ত। সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত র্যানসমওয়্যারও একধরণের ম্যালওয়্যার।
ম্যালওয়্যার থেকে সুরক্ষিত থাকতে অবশ্যই কম্পিউটার ও স্মার্টফোনের জন্য উন্নত মানের সাইবার সিকিউরিটি ব্যবহার করা উচিত। যেহেতু কম্পিউটার ও মোবাইল ফোনে নিজের এবং পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিভিন্ন তথ্য ও ছবি সংরক্ষিত থাকে তাই ফ্রি বা ক্র্যাকড ভার্সন ব্যবহার না করে বাজার থেকে দেখে-শুনে যাচাই করে ভালো মানের অ্যান্টি-ম্যালওয়্যার বেছে নেয়াই শ্রেয়।
সেরা অ্যান্টি-ম্যালওয়্যার কোনটি, এক কথায় বলে দেয়া একটু কঠিন। বিভিন্ন কোম্পানির অ্যান্টি-ম্যালওয়্যার বিভিন্ন নামে বাজারে থাকলেও সবার কার্যপদ্ধতি একই ধাঁচের। মূলত, স্ক্যানিং ইঞ্জিনের সক্ষমতা ও অন্যান্য সুবিধা একেক পণ্যে একেক রকম বলে পার্থক্যটা ধরে নিতে হয় এখান থেকে। চলুন তবে দেখে নেই বাজারে প্রচলিত অ্যান্টি-ম্যালওয়্যারসমূহের কোনটি কেমন কাজ করে-
রিভ ল্যাবে প্রাপ্ত উপাত্তসমূহ পর্যালোচনা করে দেখা গেছে ম্যাকাফিতে সবচেয়ে কম সময় লাগলেও এর ম্যালওয়্যার সনাক্ত ও অপসারণের হার ৯২.৬ শতাংশ, অন্যদিকে একই ফোল্ডার স্ক্যানিং করতে রিভ অ্যান্টিভাইরাসের ম্যাকাফির তুলনায় একটু বেশি সময় লাগলেও ভাইরাস সনাক্ত ও অপসারণের হার সর্বোচ্চ ৯৫.৩ শতাংশ।
সর্বোচ্চ ম্যালওয়্যার অপসারণের পাশাপাশি রিভ অ্যান্টিভাইরাস আরও দিচ্ছে সেফ ব্রাউজিং, অ্যান্টি-স্প্যাম, অ্যান্টি-ফিশিং, শর্টকাট ক্লিনার, ডুপ্লিকেট ফাইন্ডার, ফাইল শ্রেডার ও ফ্রি মোবাইল সিকিউরিটিসহ অ্যাডভান্সড প্যারেন্টাল কন্ট্রোল। অ্যাডভান্সড প্যারেন্টাল কন্ট্রোল সুবিধায় পিসিতে কোনো ম্যালওয়্যার আক্রমণ হলে তা তাৎক্ষণিক জানার পাশাপাশি রিভ ইন্টারনেট সিকিউরিটি ও টোটাল সিকিউরিটি সংযুক্ত পিসি থেকে ইন্টারনেটে যা ব্রাউজ করা হোক না কেন তা সঙ্গে সঙ্গেই ফ্রি মোবাইল অ্যাপে জানা যায়।
এছাড়াও, কম্পিউটার ও মোবাইল ফোন সার্বক্ষণিক ব্যবহার্য অনুষঙ্গ বলে এ সংক্রান্ত যেকোনো সমস্যা বা জিজ্ঞাসায় রিভ অ্যান্টিভাইরাস দিচ্ছে ২৪/৭ নিরবিচ্ছিন্ন সাপোর্ট সেবা। রিভ অ্যান্টিভাইরাস নিয়ে আরও জানতে বা ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে বুঝে নিতে ভিজিট করুন www.reveantivirus.com অথবা কল করুন 01844079181 নম্বরে।