প্রতিদিনই খবর আসে কারো না কারো ইমেইল আইডি বা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড, কিংবা হ্যাকাররা বদলে দিয়েছে অমুক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেয়া তথ্য। মানুষ হ্যাকিংয়ের শিকার হয় কেন – শুনতে অনেক ভারী শোনালেও উত্তর কিন্তু খুব সহজ! সাধারণ কিছু ভুলের জন্য!! জ্বী, আপনি ঠিকই দেখছেন, হ্যাকিংয়ের জন্য দায়ী ৫টি সাধারণ ভুল। চলুন তবে দেখে নেই ভুলগুলো কী কী, আর কীভাবেই বা সেসব থেকে বিরত থাকা যায়।
সেই কবে কে যেন এমবি বাঁচাতে অটো-আপডেট বন্ধ রাখার পরামর্শ দিয়েছিল! মেগাবাইটের পর গিগাবাইটের হিসাবও ১০০ টাকার নিচে চলা আসার পরেও আর তার সংশোধন হলো না। সাম্প্রতিক র্যানসমওয়্যারসহ সবকয়টি সাইবার হামলার পেছনে এই একটিই ‘কমন’ কারণ খুঁজে পাওয়া গেছে – আক্রান্ত ডিভাইসগুলির কোনোটিরই ওএস তথা উইন্ডোজ আপডেটেড ছিল না।
তাই, এখনই আপনার কম্পিউটারের উইন্ডোজ এবং মোবাইলের সিস্টেম আপডেট ‘অটোম্যাটিক’ করে দিন। শুধু তাই নয়, পাশাপাশি নিয়মিত ব্যবহার করেন এমন সব সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশনও আপ-টু-ডেটেড রাখুন।
সেটিংসের এই অংশটা নির্দোষ হলেও অনেকেই না বুঝে ‘অফ’ করে রাখেন যা অনেক বড় একটি ভুল। ফায়ারওয়াল হচ্ছে ডিভাইসের প্রাথমিক সুরক্ষা কবচ। এটি নিষ্ক্রিয় থাকলে যেকোনো সময় আপনার ডিভাইস ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রামের শিকার হতে পারে।
তাই, নিজের নিরাপত্তার জন্যই কম্পিউটারের ফায়ারওয়াল চালু রাখুন।
যত কাছের, কিংবা গুরুত্বপূর্ণ মানুষই হোক না কেন – কোনো অবস্থাতেই নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড কখনোই অন্য কাউকে দিবেন না, জানাবেন না। অনেক সময় সম্পর্কের দোহাই দিয়ে পাসওয়ার্দ জানা ও পরে সম্পর্ক ভেঙ্গে গেলে একান্ত তথ্য, ছবি ফাঁস করার ঘটনা ঘটে থাকে; তাই সচেতন থাকুন এমন সম্পর্কের বিষয়েও।
সফটওয়্যার বা অ্যাপ ইনস্টল করার সময় আমরা কী করি? ডাউনলোড করি বা সিডি থেকে ইনস্টলারটি চালু করে ‘আই এগ্রি’ চেপে ‘নেক্সট’ অনুসরণ করতে থাকি! অনেক সময় দেখা যায় এসব অ্যাপ্লিকেশন শুরুতেই ডিভাইসের ক্যামেরা বা মাইক্রোফোন অ্যাকসেস নিয়ে নেয় যা হ্যাকারকে সার্বক্ষণিক ব্যবহারকারীর বিস্তারিত দিতে যথেষ্ট। তাই, এখন থেকে কোনো সফটওয়্যার বা অ্যাপ ইনস্টল করার আগে অন্তত টার্মস এন্ড কন্ডিশনস একবার পড়ে নেয়া উচিত।
বন্ধুর বাসায় বা হুট করে দূরে কোথাও বেড়াতে গিয়ে ফেসবুক বা মেইলে লগইন করেন, কাজ শেষ করে লগ আউট করেন তো? বেশীরভাগ সময় কেবল এই একটি ভুলের জন্য স্ক্যান্ডাল ছড়ায়! পাশাপাশি নিজের ডিভাইস ছাড়া অন্য কোথাও থেকে লগইন করার রিমাইন্ডার অপশন এলে তা ক্যান্সেল করে দিতে ভুলবেন না।