আইওটি – ইন্টারনেট অব থিংস, ইন্টারনেটের সাহায্যে ঘরে কিংবা বাইরে বিভিন্ন যন্ত্রপাতিকে আন্তঃসংযুক্ত করা। বড় আকারে না হলেও ইতোমধ্যে আমাদের জীবনযাত্রায়ও ধীরে ধীরে প্রভাব ফেলতে শুরু করেছে আইওটি। মোবাইল ফোন দিয়েই কম্পিউটার নিয়ন্ত্রণ, এসির তাপমাত্রা বাড়ানো-কমানো, স্মার্ট টেলিভিশন যাতে কিনা ফোনের স্ক্রিনে চলমান কার্যক্রম প্রত্যক্ষ করা যায় কিংবা ইন্টারনেট ব্যবহার করা যায়, ক্যামেরায় ছবি তুলে তারহীন সংযোগে তা কম্পিউটারে নিয়ে যাওয়া ইত্যাদি এক অর্থে আইওটি যুগের হাওয়া!
কিন্তু, সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিক জীবনযাত্রায় উন্নীত হওয়ার সঙ্গে সঙ্গে রয়েছে সচেতনতার প্রয়োজনও।
আইওটি’র সমস্যার ধরণ
আইওটি ব্যবহারে সাধারণত যেসব সমস্যা দেখা দেয়, সেসব হচ্ছে-
আইওটি’র সচেতনতা
আইওটি ব্যবহারের ক্ষেত্রে যেসব সতর্কতা মেনে চলা উচিত, তা নিম্নরূপ: