লিনাক্সের জন্য রিভ এন্টি ভাইরাস
লিনাক্সের জন্য রিভ এন্টি ভাইরাস আপনার লিনাক্স সিস্টেমকে সবধরনের সাইবার অ্যাটাক থেকে মুক্ত রাখতে তৈরী একটি এন্টি ম্যালওয়্যার। বেশ সুরক্ষিত একটি অপারেটিং সিস্টেম হলেও ইদানিং লিনাক্সে হ্যাকারদের আক্রমণ বৃদ্ধি পেয়েছে। লিনাক্সের জন্য রিভ এন্টি ভাইরাস সর্বদা লিনাক্স সিস্টেমকে স্ক্যান করতে থাকে এবং গোপন ম্যালওয়্যার থেকে কম্পিউটারকে মুক্ত রাখে
অ্যাডভান্স স্ক্যান – রিভ এন্টি ভাইরাস ফাইল, ফোল্ডারগুলোকে স্বল্প সময়ে এবং স্বল্প রিসোর্স ব্যয়ে স্ক্যান করে। স্ক্যানিংয়ের জন্য নিচের নিদর্শনা অনুসরণ করুনঃ
ফুল স্ক্যান- পুরো সিস্টেম স্ক্যান কুইক স্ক্যান- ক্রিটিকাল পাথ গুলো স্ক্যানিং
কাস্টম স্ক্যান- ইউজার ঠিক করে দেয়া নির্দিষ্ট ফোল্ডার স্ক্যান করা
এক্সটার্নাল ড্রাইভ স্ক্যান- ইউএসবি এর মতো এক্সটার্নাল ড্রাইভগুলো স্ক্যান করা।
শিডিউল স্ক্যান – প্রয়োজন অনুসারে কুইক/ ফুল স্ক্যানের জন্য শিডিউল করে রাখতে পারেন।
তথ্যচুরি থেকে সুরক্ষা- রিভ এন্টি ভাইরাস ইউএসবি থেকে অথোরাইজেশন ছাড়া আপনার কম্পিউটারে ডাটা কপি করা রোধ করে। এতে ডাটার নিরাপত্তা নিশ্চিত হয়, সেই সাথে ডাটা ভাইরাস আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়।
ফায়ারওয়াল নিরাপত্তা – ফায়ারওয়াল নিরাপত্তার সাহায্যে লি রি এ ইন্টারনেট সাহায্যে বা কোন নেটওয়ার্ক থেকে আসা আক্রমণকে রোধ করে। লিনাক্সের জন্য তৈরী এন্টি ভাইরাস লিনাক্স ফায়ারওয়ালকে সক্রিয় ও নিষ্ক্রিয় করে। ডুপলিকেট ফাইল খুঁজে বের করতে। লি রি এ নির্দিষ্ট ফোল্ডার থেকে ডুপ্লিকেট ফাইল খুঁজে বের করে এবং সিস্টেম থেকে সরিয়ে ফেলে।
ফাইল শ্রেডার – ফাইল শ্রেডারের সাহায্যে কোন ফাইলকে একেবারে মুছে ফেলা যায়। কোন টুল দিয়েই তা ফেরত পাওয়া যায় না।
অ্যাড অন সুবিধা
টেক্সট ফরমেটে করা রিপোর্ট কে স্ক্যান করে।
স্বয়ংক্রিয় সিগনেচার ও প্রোডাক্ট আপডেট
পাসওয়ার্ড সুরক্ষা সেটিং
সিস্টেমের জন্য প্রয়োজন
– ওপেনসাস ১২.২ এবং ততোর্দ্ধ, উবুনটু ১২.১ এবং ততোর্দ্ধ, বস ৫.০ এবং ততোর্দ্ধ
– ২ জিবি মেমরি
– রিভ এন্টি ভাইরাস ইন্সটলের জন্য হার্ডড্রাইভে ৫ জিবি ফাঁকা স্পেস
– ইন্টারনেট সংযোগ