ডিডিওএস (ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অব সার্ভিস) অ্যাটাক হচ্ছে বিভিন্ন উৎস থেকে অতিরিক্ত ট্রাফিক তথা ভিজিটর এনে ক্র্যাশিংয়ের মাধ্যমে কোনো অনলাইন সেবা ‘ডাউন’ করে দেয়া। ব্যাংক থেকে শুরু করে পত্রিকা – যে কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইটই ডিডিওএস অ্যাটাকের শিকার হতে পারে। ডিডিওএসকে রাতারাতি জনপ্রিয়তা এনে দেয় ২০১৬ সালের ক্রেবসঅনসিকিউরিটি এবং ডিওয়াইএন। অপরাধীরা আক্রমণের পরিধি বাড়ানোর জন্য তখন ম্যামক্যাশড সার্ভার ব্যবহারের প্রচলন করে।
এরপরপরই গিটহাবসহ বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইট এমন আক্রমণের শিকার হতে শুরু করে (ডিডিওএস অ্যাটাকের শিকার অবস্থায় গিটহাবের পিক ফ্লো ছিল ১.৩৫ টেরাবাইট পার সেকেন্ড, যা এখন পর্যন্ত সর্বোচ্চ বলে খ্যাত!
ম্যামক্যাশ হচ্ছে ফ্রি ও ওপেন সোর্স ডাটাবেস যা নেটওয়ার্ক ও ওয়েবসাইটের গতি বাড়াতে সাহায্য করে। এটি কখনো অনলাইনে প্রকাশিত হওয়ার সম্ভাবনা না থাকায় পর্যাপ্ত নিরাপত্তা সংযোজিত ছিল না।