মোবাইল ফোন ব্যবহারকারীর সঙ্গে সঙ্গে বাংলাদেশে সমানতালে বাড়ছে মোবাইল ব্যাংকিং সেবা গ্রহীতার হারও। দেশে এখন বিকাশ, রকেট (ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং), আইপেসহ প্রায় ডজনখানেক মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম; পাশাপাশি কার্যক্রম শুরু অপেক্ষায় আরও কয়েকটি। এমতাবস্থায় লেনদেন, পেমেন্ট কিংবা টাকা জমা ও উত্তোলনের ক্ষেত্রে চাই সার্বিক সচেতনতা।
চলুন তবে দেখে নেই মোবাইল ব্যাংকিং সতর্কতাসমূহ:
অ্যাপ নামানোর আগে
মোবাইল ফোনবিহীন মোবাইল ব্যাংকিং চালু করতে ইতোমধ্যে অ্যাপ এনেছে শুরু থেকেই বাজারে থাকা বিকাশ। এর ফলে মোবাইল ব্যাংকিং-এর কাজে ব্যবহৃত ফোন সাথে না থাকলেও সবরকমের লেনদেন করা গেলেও মোবাইল ব্যাংকিং নিয়ে ঝুঁকির পরিমাণ কিছুটা বেড়ে গেছে। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে অ্যাপ ডাউনলোড করতে লিংক পাঠালেও তা আগে যাচাই করে নিন। আপনার মোবাইল ফোনের জন্য নিবেদিত অ্যাপ গ্যালারী (প্লে স্টোর/আইটিউনস) ছাড়া অন্য কোনো মাধ্যম থেকে কোনো অ্যাপ নামাবেন না।
ফোন লকড মানে বিপদ ব্লকড
মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীরা, বিশেষত যারা ফোনে লোক বা পাসওয়ার্ড ব্যবহার করেন না, তুলনামূলকভাবে তাঁরাই বেশি ঝুঁকিতে থাকেন। তাই, বাসায় কিংবা বাইরে যেখানে যে কাজেই থাকুন না কেন আর্থিক ও মানসিক নিরাপত্তা ঝুঁকি এড়াতে অবশ্যই ব্যক্তিগত মোবাইল ফোন লক করে রাখুন।
ফ্রি ওয়াইফাই-কে না বলুন
বাসে, শপিং মলে কিংবা রেস্তোরাঁয় ফ্রি ওয়াইফাই পেলে ইন্টারনেটে ঢুঁ মারা সময় কাটানোর জন্য খুব এক্সাইটিং হলেও সেই ফ্রি ওয়াইফাই ব্যবহার করে মোবাইল ব্যাংকিং লেনদেন করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়! শুধু লেনদেন নয়, ফ্রি ওয়াইফাই ব্যবহার করে অনলাইনে কেনাকাটা বা গুরুত্বপূর্ণ বা একান্ত কিছু শেয়ার না করা ভালো।
পিন/পাসওয়ার্ড কাউকেই দেয়া যাবে না
অনেকেই তাড়াহুড়ায় বা প্রয়োজনে আর কাউকে দিয়ে টাকা তুলিয়ে আনা বা অন্য কাজ করতে করতে টাকা ট্রান্সফারের কাজটা আর কারও হাতে মোবাইল ফোন দিয়ে করিয়ে নেন, যা একেবারেই করা যাবে না। শুধু মোবাইল ব্যাংকিং নয়, কোনো পিন বা পাসওয়ার্ড কখনো কারও সাথে শেয়ার করতে নেই।
লিংক ক্লিক করার বদভ্যাস ত্যাগ করুন
হোয়াটসঅ্যাপ/ফেসবুক কিংবা মেইলে লিংক পেলেই ক্লিক করা অবশ্যই বদভ্যাস, এবং কখনো কখনো তা এমন বিপদ ডেকে আনে যা আর কোনোভাবেই ফেরত পাঠানো যায় না। তাই যেকোনো লিংক পেলে, বিশেষত অপরিচিত কারও কাছ থেকে পাওয়া লিংক তা সে যত গুরুত্বপূর্ণ কিছু হোক না কেন – ক্লিক করবেন না।
মোবাইল ফোনেও অ্যান্টিভাইরাস মাস্ট
আপনি যদি মোবাইল ফোনে নিয়মিত ইন্টারনেট ব্যবহার, অনলাইনে কেনাকাটা ও লেনদেন করে থাকেন তবে আপনার ফোনে অবশ্যই অ্যান্টিভাইরাস থাকা আবশ্যক। অনেক ফোনে প্রি-ইনস্টলড কিছু সিকিউরিটি ফিচার দেয়া হলেও তা বেসিক ইউজারদের বাইরে যথেষ্ট নয়। মোবাইল সিকিউরিটি আহামরি খুব দামি নয়, তাই আপনার শখের মোবাইল ফোন ও তাতে রক্ষিত ডাটা নিরাপদ রাখতে অবশ্যই বাজার থেকে দেখেশুনে যাচাই করে প্রিমিয়াম মানের মোবাইল সিকিউরিটি ব্যবহার করুন।