ভ্রমণে কোথাও যাওয়ার আগে কীভাবে সেখানকার খোঁজ নেবেন, টিকেট করবেন – এসবের পর চলে আসে ভ্রমণকালীন সময়ের ডিজিটাল নিরাপত্তার কথা। এবারের পোস্ট সাজানো হয়েছে সেইসব খুঁটিনাটি নিয়ে:
ভ্রমণে যাওয়ার আগে বাসা থেকে ফোন, ল্যাপটপ যেমন ফুল চার্জ দিয়ে বের হবেন তেমনি মনে করে ফোনের লোকেশন অন করে নিন। এতে কোনোভাবে ডিভাইস হারিয়ে গেলেও খুঁজে পাবেন এবং যেকোনো সমস্যায় দ্রুত সাহায্য পাবেন।
বাসায় ব্যবহারকালীন ফোন, কম্পিউটার ইত্যাদি লক রাখার অভ্যাস না থাকলেও ভ্রমণকালীন সময়ে অবশ্যই ডিভাইস লক রাখুন। এতে তথ্য বেহাত হওয়ার ভয় না থাকার পাশাপাশি ডিভাইস হারালেও তথ্য সুরক্ষিত থাকবে।
হোটেলে ফ্রি ওয়াইফাই সেবা থাকলেও তা না নেয়াই ভালো। ভ্রমণকালীন সময়ের জন্য আলাদা ডাটা নিয়ে নিন।
বেড়াতে গিয়ে সাইবার ক্যাফে বা অন্য কারো ফোন/কম্পিউটার থেকে ব্রাউজিং করা একেবারেই অনুচিত।
কোথায় আছেন, কে কে গিয়েছেন, পরবর্তী গন্তব্য ইত্যাদি তাৎক্ষণিক শেয়ার না করাই ভালো। টুকটাক ছবি, অনুভূতি ইত্যাদি পোস্ট করলেও পাবলিক মুডে না দিয়ে কেবল আপনার বন্ধু তালিকার মানুষদের জন্য ফ্রেন্ডস অনলি করে শেয়ার করুন। বন্ধু তালিকায় যে কাউকে যোগ করার আগে কিংবা কারো আহবানে সাড়া দেয়ার আগে ব্যক্তিগতভাবে চিনেন কি না তা যাচাই করে নিন। এছাড়াও, মিছেমিছি অন্যদের লিস্ট ধরে ফ্রেন্ড রিকুয়েস্ট না পাঠিয়ে নিজের গণ্ডিতে আবদ্ধ থাকাটাই বুদ্ধিমানের।