হুট করেই কি আপনার ব্রাউজারের সার্চ বক্স গুগল, বিং বা ইয়াহু’র বদলে অন্য কিছু হয়ে গেছে? অথবা ব্রাউজার চালু করলে যদি নিজে থেকে বিশেষ কোনো ওয়েবসাইটে নিয়ে যায়, তবে বুঝতে হবে আপনি ‘ব্রাউজার হাইজ্যাকিং’ এর শিকার!
ব্রাউজার হাইজ্যাকার এক ধরণের কম্পিউটার প্রোগ্রাম যা ব্রাউজারের সেটিংস পরিবর্তন করে ডিফল্ট সার্চ বক্স বদলে দেয় এবং বিজ্ঞাপন দেখিয়ে কোনো পণ্য বা সেবার প্রতি উদ্বুদ্ধ করার জন্য বারবার নির্দিষ্ট ওয়েবসাইটে নিয়ে যায়।
ব্রাউজার হাইজ্যাকারের ক্ষতিকর দিক এই যে এটি ব্রাউজিং আচরণ লিপিবদ্ধ করার মাধ্যমে আপনি কোন কোন সাইট বেশি ব্রাউজ করেন এবং সেসব সাইটে কী করেন না করেন তা স্বয়ংক্রিয়ভাবে প্রোগ্রামারের কাছে পাঠিয়ে দেয় এবং এতে সংযুক্ত কী-লগার দ্বারা বিভিন্ন ওয়েবসাইটে আপনার লেখা ইউজার নেম, পাসওয়ার্ড ও ব্যাংকিং তথ্য পাচার করা হয়।
ওরা কারা – জানতে চান?
CoolWebSearch ছিল এই ধরণের ব্রাউজার হাইজ্যাকারের প্রথম উদাহরণ, যা সার্চ ইঞ্জিনের আড়ালে কেবল স্পন্সর্ড লিঙ্কই সার্চের ফলাফল হিসাবে দেখাতো। সাম্প্রতিক ব্রাউজার হাইজ্যাকারের মাঝে Ask Toolbar, Go Save, Onewebsearch উল্লেখযোগ্য।
সমাধান