ব্যাংকিং মানে একসময় পর্যন্ত নিকটস্থ শাখায় গিয়ে টাকা জমা দেয়া, তোলা বা পে অর্ডারে টাকা পাঠানোর মাঝে সীমাবদ্ধ থাকলেও এখন ক্রেডিট কার্ড আর মোবাইল ব্যাংকিংয়ের যুগ। কার্ড থাকলে পছন্দ হওয়ামাত্র কিনে ফেলুন, ব্যাংক টাকা দেবে আর যখন-তখন নগদ টাকা লেনদেনের জন্য আছে মোবাইল ব্যাংকিং!
বাংলাদেশে ব্র্যাক ব্যাংকের ‘বিকাশ’ দিয়ে জনপ্রিয় হওয়া মোবাইল ব্যাংকিং রাজধানীসহ সারাদেশেই বহুল ব্যবহৃত বলে ক্রমশ বাড়ছে এর ব্যবহারে ঝুঁকির হারও। শুধু এজেন্টদের থেকে টাকা ছিনতাই না, বরং সাধারণ ব্যবহারকারীদের থেকেও বিভিন্ন ছলচাতুরীতে একটি চক্র হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ। নিরাপদ মোবাইল ব্যাংকিংয়ের জন্য তাই এখানে তুলে ধরা হলো প্রয়োজনীয় পরামর্শ:
মোবাইল ব্যাংকিং: যেভাবে নিরাপদ থাকবেন
এসব পরামর্শের পাশাপাশি অবশ্যই আপনার মোবাইলে প্রিমিয়াম মানের মোবাইল সিকিউরিটি অ্যাপ তথা অ্যান্টিভাইরাস ব্যবহার করার অভ্যাস করুন, কেননা মোবাইল অ্যান্টিভাইরাস আপনাকে সব ধরণের ভাইরাস ও ম্যালওয়্যার থেকে সুরক্ষার পাশাপাশি নিশ্চিত করবে তথ্যের গোপনীয়তা ও একান্ততা।