জম্বি কম্পিউটার হচ্ছে বটনেট আক্রান্ত ডিভাইস। ম্যালওয়্যারের শিকার কম্পিউটার যখন হ্যাকারের হয়ে নিজে থেকে কাজ করতে শুরু করে তখন একে জম্বি কম্পিউটার বলা হয়।
ব্রিটানিকা’র তথ্য অনুযায়ী, ২০০৯ সালের এপ্রিলে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া আনকাভার্ড ম্যালওয়্যার ছিল সবচেয়ে বেশি বিস্তৃত বটনেট। ইউক্রেনভিত্তিক ছয় সদস্যের গ্যাং-এর তৈরি এই বটনেট দখল করে নিয়েছিল প্রায় ২ মিলিয়ন কম্পিউটার।
আক্রান্ত কম্পিউটার থেকে অন্যান্য ডিভাইসে ভাইরাস ছড়াতে স্প্যাম ইমেইল পাঠানো ছাড়াও বটনেট নিজে থেকে পর্ন ভিডিও ডাউনলোড এবং ওয়েবসাইটে ডিডিওএস অ্যাটাকে পারদর্শী!
আপনার কম্পিউটার জম্বি না তো!
আপনার কম্পিউটারে বটনেট আছে কি না – তা ধরতে পারা কিছুটা কঠিন হলেও দুঃসাধ্য নয়, দেখুন তো নিচের বৈশিষ্ট্যগুলোর কোনোটি আপনার ডিভাইসের সাথে মিলে কি না:
- পিসি একেবারে স্লো হয়ে যাওয়া
- মাঝে মাঝেই এরর মেসেজ দেখানো
- হুট করে পিসি বন্ধ হয়ে যাওয়া
- ঘন ঘন ব্রাউজার বন্ধ হয়ে যাওয়া
- অনেক বেশি ডাটা বা ফাইল না থাকার পরেও হার্ড ডিস্ক ‘ফুল’ দেখানো
- সেন্ট আইটেমসে অপরিচিতদের কাছে পাঠানো ইমেইল পাওয়া
যেভাবে জম্বি ‘দমন’ করবেন?
- বটনেট সাধারণত ‘রুটকিট’ হিসাবে কম্পিউটারের সিস্টেম ফাইলের গভীরে লুকিয়ে থাকে, তাই সাধারণ অ্যান্টিম্যালওয়্যার বা অ্যান্টিভাইরাস এদের প্রতিহত করতে পারে না, বটনেট থেকে নিরাপদ থাকতে অবশ্যই অ্যান্টিভাইরাস ক্রয় করার সময় তা ‘অ্যান্টি-রুটকিট’ প্রযুক্তির কি না – তা দেখে নিতে হবে।
- কম্পিউটারে যে ব্র্যান্ডেরই অ্যান্টিভাইরাস ব্যবহার করেন না কেন, অ্যান্টিভাইরাস এবং আপনার অপারেটিং সিস্টেম তথা উইন্ডোজ যেন নিয়মিত আপডেটেড থাকে। অনেকেই সামান্য কিছু এমবি বাঁচাতে উইন্ডোজ আপডেট বন্ধ রাখে যা করা যাবে না কোনো অবস্থাতেই!
- কম্পিউটারে অবশ্যই ফায়ারওয়াল চালু রাখবেন এবং ইন্টারনেট অপশনসে গিয়ে সিকিউরিটি লেভেল ম্যাক্সিমাম সেট করে দিন।
- মাঝে মাঝে কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে গিয়ে কী কী সফটওয়্যার ইনস্টলড আছে তা যাচাই করে দেখা, অপরিচিত কিছু থাকলে তা মুছে দেয়া।
- হুট করে পিসিতে অপরিচিত কোনো ফাইল দেখলেও তা ক্লিক করার আগে অবশ্যই আপনার অ্যান্টিভাইরাস দিয়ে একবার স্ক্যান করে নিন।