মোবাইল মার্কেটিং খাতে সাম্প্রতিক জনপ্রিয় মাধ্যম ‘প্রমোশনাল এসএমএস’। জুতার দোকান থেকে শুরু করে ফ্যাশন হাউজ কিংবা ফিটনেস ক্লাব – সবাই এখন এসএমএস পাঠায়! কিন্তু, কখনো ভেবে দেখেছেন কি – এসব এসএমএস আসলে কারা পাঠায়?
ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহ তো নিজেদের প্রচার ও নতুন পণ্য বিপণনের জন্য এসএমএস মার্কেটিং করেই, পাশাপাশি সাইবার অপরাধীরাও নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই কাজে লিপ্ত হচ্ছে।
সাইবার অপরাধীদের পাঠানো এসএমএস অনেকসময়ই চমকপ্রদ ও তাতে লিংক সংযুক্ত থাকে, যেমন:
“Win a Free mobile by clicking on the link below” বা “Win Free tickets to Europe, click here”
এসব লিংকে ক্লিক করার ক্ষেত্রে সাবধান! এতে আপনার ফোনে বা ডিভাইসে নিজ থেকেই বিভিন্ন প্রোগ্রাম ইনস্টল হতে পারে যেসব নিজে নিজে কল/এসএমএস পাঠানোসহ পাচার করতে পারে তথ্য/ছবি ও ব্যাংকিং নথিসমূহ। শুধু তাই নয়, এসব প্রোগ্রাম আপনার ডিভাইস ‘স্লো’ করে দেয়ার পাশাপাশি অপারেটিং সিস্টেমও ক্ষতিগ্রস্ত করতে পারে।
কেবলমাত্র এসএমএস নয়, এসব নকল বার্তা আসতে পারে ভাইবার, হোয়াটসঅ্যাপ বা ইমো’র মতো যোগাযোগ মাধ্যম ব্যবহার করেও। তাই, মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করলে মোবাইল সিকিউরিটিসহ বাড়তি নিরাপত্তা গ্রহণ করা উচিত।
নিরাপদ থাকার স্মার্ট টিপস: