31
Jan, 2018

website security myths

সময় আর পরিশ্রম সাশ্রয় করতে যুগ এখন অনলাইন ট্রেডিংয়ের। বাংলাদেশেও ক্রমশ প্রচলিত হচ্ছে অনলাইনে কেনাবেচা, লেনদেনের এই ধারা। ফলে, জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আশংকাও। খুব একটা ভয় না পাইয়ে বলতে গেলেও একজন সাইবার দুর্বৃত্ত সিম্পল আপনার অনলাইন ট্রেডিং অ্যাকাউন্টের খোঁজ পেলে দৈনিক ও অর্থনৈতিক জীবন দুটোই বিষময় করে তুলতে পারে।

তাই, অনলাইন ট্রেডিং নিরাপদ করে তুলতে এখানে তুলে ধরা হলো প্রয়োজনীয় নির্দেশিকা:

ফিশিং স্ক্যামস

ইন্টারনেট ব্রাউজ করার সময় কৌশলে কাউকে সরাসরি প্রতারিত করার নাম স্পুফিং, আর যখন মেইলে কোনো ভুল লিংক পাঠিয়ে কাউকে প্রতারিত করা হয় তা ফিশিং। ফিশিংয়ের ক্ষেত্রে হ্যাকাররা ভিক্টিমের পরিচিত কোনো সুনামধন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটের আদলে হুবহু নকল ওয়েবসাইট তৈরি করে জরুরী কোনো বার্তা মেইল করে। সেই মেইলের সূত্র ধরে ভিক্টিম যখন তাতে প্রবেশ করতে যায়, হ্যাকাররা দূর থেকেই ভিক্টিমের ইউজার নেম, পাসওয়ার্ডসহ অন্যান্য গোপনীয় তথ্য যেমন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এক্সপায়ার ডেট, সিকিউরিটি কী ইত্যাদি পেয়ে যায়।

কুইক টিপস

  • ওয়েবসাইটের নাম খেয়াল করুন – শুরুতে তালাচিহ্ন ও https আছে কি না
  • গোপনীয় তথ্য কখনোই কারো সঙ্গে শেয়ার করা উচিত না
  • ইমেইল এলে খোলার আগে অবশ্যই সেন্ডার নেমের উপর মাউস নিয়ে ঠিকানা দেখুন
  • উইন্ডোজ তথা অপারেটিং সিস্টেম নিয়মিত আপডেট করুন
  • অ্যান্টি-ফিশিং সমৃদ্ধ ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার

ইমেইল/সোশ্যাল মিডিয়া স্ক্যাম

ইমেইল খুলেই লটারিতে বিশাল ‘লটারি’ পেলেন, কিংবা জানতে পারলেন সাত সমুদ্র তেরো নদীর পাড়ে কোনো এক নিঃসঙ্গ বৃদ্ধ মারা যাওয়ার আগে আপনাকে তাঁর সমস্ত সম্পদের ‘উত্তরাধিকার’ করে গিয়েছেন! অথবা, ফেসবুক হোম স্ক্রল করতে করতে হঠাৎ দেখলেন খ্যাত কোনো নায়ক বা উঠতি নায়িকার ‘লিকড’ ভিডিও, কিংবা পাঁচ মিনিটে ৫০০ টাকা ‘ইনকাম’ করার সুবর্ণ সুযোগ!! কী করবেন?

কুইক টিপস

  • অপরিচিত ব্যক্তিদের ফেসবুক বা অনলাইনে ফ্রেন্ড বানানো থেকে বিরত থাকুন
  • অনলাইনে কিছু পোস্ট করলে ‘ফ্রেন্ডস অনলি’ ও নিজের ফ্রেন্ডস লিস্ট ‘অনলি মি’ রাখুন
  • অনলাইনে ফ্রি অফার ও চটকদার বিজ্ঞাপন এড়িয়ে চলাই ভালো
  • কোনোকিছু কিনতে গেলে কখনোই ‘অ্যাডভান্স পেমেন্ট’ করবেন না
  • সোশ্যাল মিডিয়ায় কোনো ফেইক আইডি চোখে পড়লে অবশ্যই রিপোর্ট করুন
  • ইমেইলসহ সব অনলাইন অ্যাকাউন্টের জন্যই টুএফএ ব্যবহার করুন

নিরাপদ অনলাইন ট্রেডিং সহায়িকা

অনলাইন ট্রেডিং নিরাপদ করতে আরও যেসব নিয়ম মেনে চলা উচিত-

  • যে কাউকে টাকা পাঠানোর পূর্বে অবশ্যই কথা বলে দেয়া অ্যাকাউন্ট নম্বর কনফার্ম করে নিন
  • নিশ্চিত হলেও যেকোনো নম্বর, টাকার পরিমাণ আরেকবার চেক করে নেয়া উচিত

The Author

Abhijeet Guha

Abhijeet is an active blogger with decent experience in the IT Security industry. He researches on various topics related to cyber security and pens down his research in the form of articles & blogs. You can reach him at abhijeet@reveantivirus.com.
Abhijeet Guha
  Leave a Comment
Search for: