আরও এক ট্রোজানওয়্যারের কথা জানা গেছে সম্প্রতি! আইসডিড নামে নতুন এই ভাইরাসের টার্গেট কেবল ব্যাংক, ক্রেডিট কার্ড ও ই-কমার্স সাইট ব্যবহারকারীবৃন্দরা। বিভিন্ন জায়গায় এর আক্রমণের খবর পাওয়া গেলেও আইসডিড সবচেয়ে বেশি ছড়িয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায়।
ধ্বংস… এক কথায় উত্তর দিলে এটাই করে থাকে এই ট্রোজান ভাইরাস! লোকাল প্রক্সি তৈরি করে ইনকামিং ট্রাফিক তথা ভিজিটরদের ডিভাইস আক্রমণ করে আইসডিড। তবে, অন্যান্য তথ্য পাচারকারী ভাইরাসের মতো এটি ব্যবহারকারীর সব ফাইল লক্ষ্য করে না – এর টার্গেট কেবল অর্থনৈতিক লেনদেনের তথ্য।