সাম্প্রতিক সময়ে মোবাইল ফোন ব্যবহারকারীরাও র্যানসমওয়্যার আক্রমণের শিকার হচ্ছেন। চার্জার নামক এই র্যানসমওয়্যার কোনোভাবে গুগল প্লে স্টোর থেকে বিস্তার লাভ করছে বলে এখন পর্যন্ত বিশেষজ্ঞদের অনুমান। ফলে, আপাতত কেবল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীরাই এর টার্গেট।
মূলত যারা মোবাইল সিকিউরিটি ব্যবহার করেন না তাদের অসচেতনতার সুযোগে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ নামানোর সময় মোবাইল আক্রান্ত হয়। ফলে, ফোনটি লক হয়ে যায় এবং পরবর্তীতে হ্যাকারদের দেয়া নম্বরে টাকা পাঠিয়ে ফোন আনলক করে নিতে হয়। ভয়াবহ বিষয় হচ্ছে একবার লকড হলে তা রিসেট কিংবা ফ্ল্যাশ করেও আর হারানো ফাইল ফেরত পাওয়া যায় না।
অ্যান্ড্রয়েড র্যানসমওয়্যার থেকে নিরাপদ থাকতে মোবাইল সিকিউরিটি ব্যবহারের বিকল্প নেই, পাশাপাশি অন্যান্য করণীয় সমূহ: