সাইবার নিরাপত্তায় বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান আলাদা আলাদা অ্যান্টিভাইরাস ব্যবহার করে। বাসার কম্পিউটারের ক্ষেত্রে এটি উপযুক্ত হলেও প্রাতিষ্ঠানিক কম্পিউটারের জন্য, বিশেষত যেখানে একই নেটওয়ার্কে একাধিক পিসি ব্যবহৃত হয় সেখানে প্রয়োজন পূর্ণাঙ্গ সাইবার নিরাপত্তা। এজন্য কর্পোরেট প্রতিষ্ঠানের কম্পিউটার ও ডাটার নিরাপত্তায় চাই এন্ডপয়েন্ট সিকিউরিটি।
এন্ডপয়েন্ট সিকিউরিটি হচ্ছে কোনো একটি প্রতিষ্ঠানের নেটওয়ার্কের আওতাধীন যাবতীয় ডিভাইস যেমন ডেস্কটপ, ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট ইত্যাদি যাবতীয়’র পরিপূর্ণ সাইবার সুরক্ষা।
রিমোট ইনস্টলেশন, আপডেট এবং স্ক্যানিং সুবিধাসহ এন্ডপয়েন্ট সিকিউরিটি ম্যালওয়্যার অ্যাটাক এড়াতে প্রতিটি এন্ডপয়েন্টে নিরাপত্তা নিশ্চিত করে। পাশাপাশি, এটি সিঙ্গেল ম্যানেজমেন্ট কনসোল থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও বিন্যাস করা যায় বলে ডাটা হারানোর কোনো ভয় নেই।
এন্ডপয়েন্ট সিকিউরিটি ব্যবহারে অফিসের যাবতীয় হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবস্থাপনা সিঙ্গেল কনসোলে চলে আসে। নেটওয়ার্কে ১০০ কিংবা ১০০০ যত পিসিই থাকুক না কেন – যেকোনোটির হার্ডওয়্যার বা সফটওয়্যার পরিবর্তন করা হলেই আপনি জানতে পারবেন। পাশাপাশি, হার্ডওয়্যার অ্যাসেট অডিটের মাধ্যমে জানতে পারবেন প্রয়োজনীয় ওয়ারেন্টি ইনফরমেশন।
টার্গেটেড ও জিরো ডে অ্যাটাক প্রতিহতে মেশিন লার্নিং সুবিধা সম্বলিত এন্ডপয়েন্ট সিকিউরিটিতে নিয়ন্ত্রণ করা যায় প্রতিটি অ্যাপ্লিকেশনই। ভাইরাসের আশঙ্কা আছে কিংবা তথ্য চুরি হতে পারে এমন সম্ভাবনা থাকা অ্যাপের পাশাপাশি প্রাতিষ্ঠানিক কাজের প্রয়োজনেও চাইলে স্কাইপ, ফেসবুক কিংবা যেকোনো গেমিং অ্যাপ্লিকেশন এতে ব্লক করে রাখা যায়।
এছাড়াও, এন্ডপয়েন্ট সিকিউরিটি সংযুক্ত নেটওয়ার্কের কোনো ডিভাইস থেকে অনিরাপদ কোনো ওয়েবসাইট ব্রাউজ করামাত্র অ্যাডমিন এর নোটিফিকেশন পাবেন।