ওয়েবসাইট বানানো এখনকার সময়ে খুব সহজ। নিজের কিংবা ব্যবসায়িক প্রয়োজনে অনলাইনে উপস্থিত থাকতে ওয়েবসাইট দরকার সিদ্ধান্ত নিয়ে পছন্দসই ডোমেইন ক্রয় করা, তারপর ফ্রি কিংবা পেইড ডিজাইন বাছাই করা ও সে অনুযায়ী কনটেন্ট সাজিয়ে নেয়া – ওয়েবসাইট বানানো এত সহজ হলেও কঠিন তারপর তা রক্ষা করা! সেজন্যই ওয়েবসাইট মালিকরা প্রায়শই ম্যালওয়্যার অ্যাটাকের শিকার হন। চলুন তবে দেখে নেই ওয়েবসাইট নিরাপত্তা টিপসসমূহ:
বেশিরভাগ ক্ষেত্রেই ডোমেইন-হোস্টিং নেয়ার পর আর ইউজার নেম, পাসওয়ার্ড চেঞ্জ করা হয় না। এই ডিফল্ট ক্রেডেনশিয়াল যেকোনো সময় ওয়েবসাইটের অ্যাকসেস হারানোসহ সমূহ বিপদের কারণ হতে পারে।
অনেকেই এক্সটেনশন ও প্লাগিন নিয়মিত আপডেট করেন না, বা পরে করবেন বলে রেখে দেন। এতে অনেক নিরাপত্তা সমাধান বাদ পড়ে যায়।
সার্ভারে ফাইল আপলোড করার পর আপডেট করা হলে সাথে সাথে ব্যাকআপ নিয়ে রাখা উচিত। এতে, সাইট হ্যাকড হলেও ফিরে পাওয়ার পর আবার পুনঃবিন্যস্ত করা যায়।