26
Apr, 2017

world password day

অনলাইন দুনিয়ায় প্রবেশের চাবি পাসওয়ার্ড, ঘরের চাবি যেমন যেখানে সেখানে ফেলে রাখা যায় না তেমনি মেইল কিংবা ফেসবুক অ্যাকাউন্টসহ যেকোনো অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ডও দিতে হয় বুঝে-শুনে! অবাক হচ্ছেন? অফিসিয়াল ডকুমেন্ট আদানপ্রদান থেকে শুরু করে ব্যক্তিগত ফাইলের ব্যাকআপ, চ্যাটিং, ব্যাংকিং সবই এখন অনলাইননির্ভর। তাই, অসতর্ক পাসওয়ার্ড যেকোনো সময় বিপর্যয় ডেকে আনতে পারে। ৪ মে – ওয়ার্ল্ড পাসওয়ার্ড ডে উপলক্ষে চলুন আরেকবার দেখে নেই নিরাপদ পাসওয়ার্ড কীভাবে সেট করা যায়।

একই পাসওয়ার্ড দুইবার – না, না

দুই ধরণের আইডিতে একই পাসওয়ার্ড কিংবা আগে একবার ব্যবহার করা পাসওয়ার্ড আবার নতুন করে সেট করা – অনলাইনে নিরাপত্তার জন্য ক্ষতিকর। একেক অ্যাকাউন্টের জন্য একেক রকম পাসওয়ার্ড ব্যবহার করুন। চিন্তার কিছু নেই, কৌশলী হোন – ধরুন, প্রথমে বড় ও ছোট হাতের মিলিয়ে ৩টি অক্ষর (a,B,c) নিয়ে তার সাথে দু’টি অংক (1,2) আর একটি চিহ্ন ($) যুক্ত করে ৬ অক্ষরের পাসওয়ার্ড তৈরি করুন। এবার যখন যে সাইটে এটা ব্যবহার করবেন তার প্রথম এবং শেষ অক্ষর যোগ করে দিন (যেমন গুগলে aBc12$ge আর ফেসবুকে aBc12$fk)! এতে সব সাইটে যেমন আলাদা আলাদা পাসওয়ার্ড দেয়া যাবে তেমনি সেসব মনে রাখাও সহজ হবে।

ব্যক্তিগত তথ্য পাসওয়ার্ডে না

পাসওয়ার্ডে কোনো অবস্থাতেই নিজের বা প্রতিষ্ঠানের নাম কিংবা নামের অংশ, ব্যক্তিগত তথ্য যেমন জন্ম তারিখ, মোবাইল নম্বর অথবা প্রিয় মানুষের নাম ইত্যাদি যুক্ত করবেন না।

যতই আপনই হোক না কেন, পাসওয়ার্ড দেয়া যাবে না

যত বিশ্বস্ত বা কাছেরই হোক না কেন, পাসওয়ার্ডের বেলায় প্রিয় মানুষকেও ‘না’ বলতে শিখুন। অ্যাকাউন্ট যার যার একান্ত বলে এর সাথে ভালোবাসা না বাসা কিংবা আস্থা বা বিশ্বাসের সম্পর্ক নেই; তাই কখনোই নিজের কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড কারো সাথেই শেয়ার করা উচিত নয়।

ন্যূনতম ৮ ডিজিটের পাসওয়ার্ড সেট করুন

কমপক্ষে আট অক্ষরের দীর্ঘ ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন। বড় হাতের এবং ছোট হাতের অক্ষর, সংখ্যা ও চিহ্ন ইত্যাদির কম্বিনেশনে পাসওয়ার্ড তৈরি করুন এবং প্রতিটি ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন।

বছরে অন্তত একবার পাসওয়ার্ড বদলান

কোনো সমস্যা হোক বা না হোক, বছরে অন্তত একবার পাসওয়ার্ড বদলে ফেলুন। ফেসবুকসহ যাবতীয় অনলাইন সার্ভিসের সিকিউরিটি সেটিংসে ডিভাইস ম্যানেজমেন্টের ব্যবস্থা আছে, নতুন পাসওয়ার্ড সেট করে অবশ্যই সব ডিভাইস থেকে লগড-আউট হয়ে নিতে ভুলবেন না যেন!

যেহেতু, তথ্য-প্রযুক্তির জগতে পাসওয়ার্ডই সব, তাই আপনার প্রতিটি অ্যাকাউন্টের পাসওয়ার্ডই হওয়া উচিত মজবুত এবং অননুমানযোগ্য। আরও মনে রাখবেন হ্যাকাররা সাধারণত পাসওয়ার্ড অনুমানের ক্ষেত্রে ডিকশনারি ওয়ার্ড এনালাইসিস করে থাকে, তাই কোনো সম্পূর্ণ শব্দ পাসওয়ার্ডে ব্যবহার করা যাবে না। আর, চাইলে পাসওয়ার্ড মনে রাখতে ব্রাউজারে মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন – মজিলা ফায়ারফক্সসহ সব অ্যাডভান্সড লেভেল ব্রাউজারের সেটিংসে এই অপশনটি দেয়া আছে। তবে, মাস্টার পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ‘এইচটিটিপিএস এভরিহোয়্যার’ টুল ব্যবহার করতে হবে।

The Author

Abhijeet Guha

Abhijeet is an active blogger with decent experience in the IT Security industry. He researches on various topics related to cyber security and pens down his research in the form of articles & blogs. You can reach him at abhijeet@reveantivirus.com.
Abhijeet Guha
  Leave a Comment
Search for: