কর্পোরেট প্রতিষ্ঠানের তথ্য মূলত বেহাত হয় কর্মীদের অসচেতনতার সুযোগে, তাই প্রাতিষ্ঠানিক সাইবার নিরাপত্তায় সবার আগে নিশ্চিত করতে হবে আভ্যন্তরীণ নিরাপত্তা। এটা এজন্য করতে হবে যেন কোনো কর্মী সাইবার সিকিউরিটির বিষয়ে সচেতন হওয়ার পরেও মনের ভুলে ম্যালিশিয়াস লিংকে ক্লিক করলেও যেন তার কম্পিউটারের ডাটা বেহাত না হয়।
এধরণের কর্পোরেট অনুপ্রবেশ ঠেকাতে রিভ অ্যান্টিভাইরাসের এন্ডপয়েন্ট সিকিউরিটি নিরাপদ ও কার্যকর। সুরক্ষিত কর্পোরেট নেটওয়ার্কের পাশাপাশি রিভ এন্ডপয়েন্ট সিকিউরিটি ব্যবহারে আরও যেসব সুবিধা পাওয়া যায়, তা নিম্নরূপ: