সাইবার সিকিউরিটির জন্য ‘খরচ’ করা অনেক প্রতিষ্ঠানই মনে করে ‘বাড়তি’ হিসাবে। কিন্তু, সাম্প্রতিক একের পর ঈক সাইবার হামলা ও তথ্য বেহাতের ঘটনা পর্যালোচনা করলে দেখা যায়- সাইবার নিরাপত্তা খাতে খরচও বিনিয়োগের অংশ। চলুন তবে দেখে নেই এন্ডপয়েন্ট সিকিউরিটিতে ইনভেস্ট কেন করবেন?
বিটুবি কিংবা বিটুসি – ব্যবসায়ের ধরণ যেমনই হোক না কেন আপনার যদি গ্রাহক ডাটা সংগ্রহ ও সংরক্ষণ করা লাগে, তবে তা নিরাপদ রাখার জন্য এন্ডপয়েন্ট সিকিউরিটির কোনো বিকল্প নেই।
সাম্প্রতিক সময়ে একাধিক প্রতিষ্ঠান কেবলমাত্র গ্রাহক তথ্য নিরাপত্তা দিতে না পারার জন্য সমালোচিত হওয়ার পাশাপাশি পর্যদুস্ত হয়েছে। এধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে নিরাপদ থাকতে অবশ্যই আগে থেকেই সচেতন থাকা উচিত।
সুনামের পাশাপাশি আর্থিক ক্ষতি এড়াতেও এন্ডপয়েন্ট সিকিউরিটি কার্যকর। গ্রাহক ডাটা কিংবা প্রতিষ্ঠানের তথ্য বেহাত হলে তা পুনরুদ্ধার বা পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে যে পরিমাণ পুনঃবিনিয়োগ প্রয়োজন হবে এন্ডপয়েন্ট সিকিউরিটি খাতে বিনিয়োগ তারচেয়ে অনেক কম!