ইন্টারনেটের কল্যাণে জীবন এখন অনেক সহজ। বাসের টিকেট থেকে শুরু করে এসি কিংবা গাড়ি – সবই এখন অনলাইনে ক্রয় করা যায়। রোদে পুড়ে কিংবা জ্যাম ঠেলে দোকানে গিয়ে কেনাকাটার ঝক্কি এড়ানোর পাশাপাশি অনলাইন শপিং দিচ্ছে ঘরে বসে পণ্য হাতে পাওয়ার সুযোগ। উপরন্তু, ই-শপিং জনপ্রিয় করতে বিভিন্ন কোম্পানি দিচ্ছে ছাড়সহ বিভিন্ন রকম বাড়তি উপহার! কিন্তু, এতকিছুর পরেও সাধারণ ক্রেতাদের মনে প্রশ্ন থেকেই যায়: কম্পিউটার কিংবা মোবাইল ফোন থেকে কেনাকাটার এসব অ্যাপ কতটা নিরাপদ?
চলুন তবে চোখ বুলিয়ে নেয়া যাক নিরাপদ অনলাইন শপিং টিপসে-
- ওয়েবঠিকানায় প্রবেশ করেই দেখে নিতে হবে নামের শুরুতে https:// আছে কি না?
- ব্রাউজার থেকে ‘ওয়ার্নিং’ দেখানো হলে জোর করে বা ‘অন মাই রিস্ক’ প্রবেশ করবেন না।
- ভবিষ্যৎ জটিলতা এড়াতে যোগাযোগের ঠিকানা বা ফোন নম্বর দেয়া আছে কি না – দেখে নিন।
- অ্যাপ হলে অবশ্যই ইনস্টল করার আগে রিভিউ এবং রেটিং দেখে নিন।
- নিয়মিত না হলে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই, গেস্ট হিসাবে পে করুন।
- ই-কমার্স সাইট থেকে আসা মেইলের লিঙ্কে ক্লিক না করে ব্রাউজারে নিজে লিখে প্রবেশ করুন।
- কোনো ওয়েবসাইটেই আপনার বিল প্রদান সংক্রান্ত তথ্য ‘সেভ’ রাখবেন না।
- পাবলিক কম্পিউটার বা ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করে থেকে শপিং করবেন না।
কেবল নিরাপদ অনলাইন শপ নয়, নিরাপদ কম্পিউটার/মোবাইল ফোনের জন্য লক্ষ রাখুন-
- আপনার কম্পিউটার বা মোবাইল ফোন কখনোই আনলকড ফেলে রাখবেন না।
- ওএস এবং নিয়মিত অ্যাপসমূহ সবসময় হালনাগাদ রাখবেন।
- অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে অবশ্যই অফিশিয়াল স্টোর ব্যবহার করুন।
- ফ্রি অ্যান্টিভাইরাস ব্যবহার না করে সবসময় লাইসেন্সড ভার্সন ব্যবহার করা উচিত।