বাংলাদেশসহ বিশ্বের ১৫০টির বেশি দেশের প্রায় ২,৩০,০০০ কম্পিউটার অচল করে দেয়া ওয়ানাক্রাই ঝড় থামার আগেই আবার ভয়াবহ ঝুঁকির মুখে পড়েছে সাইবার বিশ্ব। নতুন এই ভাইরাসের নাম পেটিয়া (Petya)। র্যানসমওয়্যার গোত্রীয় এই ম্যালওয়্যারকে কেউ কেউ অবশ্য গোল্ডেন আই (Golden Eye) নামেও অভিহিত করা হচ্ছে।
পেটিয়া বা গোল্ডেন আই র্যানসমওয়্যার গোত্রের হলেও ওয়ানাক্রাইয়ের সঙ্গে এর কিছুটা পার্থক্য রয়েছে। ওয়ানাক্রাই আক্রান্ত ডিভাইসের ‘লক’ হওয়া ফাইল আবার পুনরুদ্ধার করা গেলেও পেটিয়া বা গোল্ডেন আই আক্রান্ত ডিভাইসের সব ফাইলগুলো আর ফিরে পাওয়া যাচ্ছে না। ফলে, কেউ কেউ একে কেবল ‘রিমুভার’ বলেও মনে করছেন।
২৭ জুন, ২০১৭ ছড়িয়ে পড়া এই ভাইরাস ইতোমধ্যে বিশ্বব্যাপী ২,০০০ এর বেশি কম্পিউটার সিস্টেমস আক্রমণ করেছে। শুধু তাই নয়, এখন পর্যন্ত এটিকে থামানো যায়নি বা প্রতিষেধক উন্মুক্ত হয়নি বলে ক্রমেই এই সংখ্যা বেড়ে চলছে।
বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী র্যানসমওয়্যার থেকে সুরক্ষিত থাকতে সচেতনতার কোনো বিকল্প নেই। যাঁরা উইন্ডোজ এক্সপি ব্যবহার করছেন, তাঁরা এক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। এছাড়াও, উইন্ডোজ সেভেন ব্যবহারকারীদেরও নিরাপত্তা প্যাঁচ হালনাগাদ করে নেয়া উচিত এখনই। র্যানসমওয়্যার থেকে সুরক্ষিত থাকতে এখানে কিছু নির্দেশনা তুলে ধরা হলো-
র্যানসমওয়্যার সংক্রান্ত জিজ্ঞাসা বা সাহায্যের জন্য দিন-রাত যেকোনো সময় যোগাযোগ করতে পারেন রিভ অ্যান্টিভাইরাস সাপোর্ট সেন্টারে: 01844 07 91 81