সুরক্ষিত থাকতে অ্যান্টিভাইরাস, তবে আবার আপডেটের প্রসঙ্গ কেন ভেবে অবাক হতে পারেন কেউ কেউ। অ্যান্টিভাইরাস ব্যবহার করার পরেও পিসি স্লো বা আগের মতো পারফর্মেন্স পাচ্ছেন না? যে নিরাপত্তা সমাধানই ব্যবহার করেন না কেন সর্বশেষ কবে তা আপডেট দিয়েছিলেন??
সামান্য কিছু এমবি বাঁচাতে অনেকেই অটো-আপডেট বন্ধ রাখেন, কেউ কেউ এমনকি অ্যান্টিভাইরাসের আপডেটও ইগ্নোর করেন। তাঁদের বেলায় ডিভাইসে সিকিউরিটি সফটওয়্যার থাকা আর না থাকা একই সমান! সুরক্ষিত থাকতে তাই অবশ্যই অ্যান্টিভাইরাস আপডেটেড রাখুন। পাশাপাশি অপারেটিং সিস্টেমের জন্যও অটো-আপডেট চালু রাখুন।
কেন নিয়মিত আপডেট করবেন?
আর সব কিছুর মতো ভাইরাস এবং ম্যালওয়্যার জগতও প্রতিদিন, প্রতিমুহূর্তে আপডেটেড হয়। শুনে আঁতকে উঠতে পারেন- ইন্টারনেট দুনিয়ায় প্রতিদিন নতুন করে যোগ হয় ১০ লক্ষের মতো নতুন অনলাইন রিস্ক। এসব থেকে সুরক্ষা দিতে নিরাপত্তা সফটওয়্যারগুলোতেও প্রতিদিন যোগ হয় নতুন নতুন ভাইরাস সিগনেচার। আর, কেবলমাত্র সংশ্লিষ্ট সিগনেচারটি থাকলেই কেবল আপনার অ্যান্টিভাইরাস তা থেকে আপনাকে সুরক্ষা দিতে পারবে।
তাই, সুরক্ষিত থাকতে অবশ্যই আপনার অ্যান্টিভাইরাস আপডেটেড রাখতে হবে।