পিসি কি আগের চেয়ে কিছুটা ধীরগতির মনে হচ্ছে? নতুন করে উইন্ডোজ দেয়া বা কম্পিউটার সারাইয়ের দোকানে পাঠানোর আগে চলুন কিছু কুইক ফিক্স করে দেখি!
‘ব্যাকগ্রাউন্ডে’ কী হচ্ছে খবর রাখেন?
কম্পিউটার মূলত ধীরে কাজ করে যদি একসাথে অনেক প্রোগ্রাম চলমান থাকে। চোখের সামনে চালু থাকা প্রোগ্রাম তো ‘ক্রস’ চেপে ক্লোজ করাই যায়, কিন্তু ব্যাকগ্রাউন্ডের প্রোগ্রাম বন্ধ করতে ডেস্কটপের নিচের বারে মাউসে রাইট বাটন ক্লিক করে অথবা Ctrl+Shift+Esc চেপে টাস্ক ম্যানেজার চালু করতে হবে। এবার এখান থেকে অপ্রয়োজনীয় প্রোগ্রামে End Task চেপে বন্ধ করে দিন।
সিস্টেম এবং ব্রাউজার ক্লিন করুন নিয়মিত
অনলাইনে বা অফলাইনে আপনি যা কিছুই করেন, কম্পিউটারে প্রতিটি প্রোগ্রামের জন্য কিছু টেম্পোরারি ও জাংক ফাইল তৈরি হয়। এসব ফাইলও পিসি স্লো করে দেয়। এধরণের অপ্রয়োজনীয় ফাইলসমূহ মুছে ফেলার জন্য রিভ অ্যান্টিভাইরাসের System Cleaner ব্যবহার করুন।
রিভ অ্যান্টিভাইরাসে আরও রয়েছে Browser Cleaner যা ব্রাউজারে জমা কুকিজ মুছে স্লো পিসিকে ফাস্ট করতে দারুণ কার্যকর।
হার্ড ড্রাইভে পর্যাপ্ত ফ্রি স্পেস আছে তো?
অনেকেই প্রয়োজনীয় কিংবা অপ্রয়োজনীয় সবকিছুই পিসিতে স্টোর করে রাখেন। হার্ড ড্রাইভে পর্যাপ্ত জায়গা না থাকলেও কম্পিউটার স্লো হতে পারে। সাধারণত হার্ড ড্রাইভে পর্যাপ্ত জায়গা না থাকলে ‘লো স্টোরেজ’ শীর্ষক বার্তা দেখানো হয়। এছাড়াও, কোনো ড্রাইভ প্রায় পূর্ণ হয়ে গেলে তা লাল রং দিয়ে চিহ্নিত করা হয়। এক্ষেত্রে রিভ অ্যান্টিভাইরাসের Duplicate Finder গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটি একই ফাইল যদি ভিন্ন ভিন্ন ড্রাইভে অবস্থান করে হার্ড ড্রাইভ স্পেস দখল করে থাকে সেসব ফাইল চিহ্নিত করে অপসারণ করতে পারে।
এছাড়াও, পিসিকে স্লো হওয়া থেকে বিরত রাখতে সবসময় নির্ভরযোগ্য সাইট থেকে প্রয়োজনীয় কনটেন্ট ডাউনলোড করুন ও ব্যবহৃত সব সফটওয়্যার নিয়মিত হালনাগাদ রাখুন।