অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ডিভাইস ব্যবহারকারীদের জন্য নতুন আতঙ্ক হিসাবে আবির্ভূত হয়েছে ‘হ্যামার’। ট্রোজান হর্স ম্যালওয়্যার গ্রুপের এই ক্ষতিকর প্রোগ্রাম ইতোমধ্যে আস্তানা গেড়েছে ১৪ লক্ষের বেশি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে। সংশ্লিষ্টরা ধারণা করছেন এভাবে ছড়াতে থাকলে হ্যামার যেকোনো সময় হয়ে উঠতে পারে সবচেয়ে বেশি ক্ষতিসাধনকারী অ্যান্ড্রয়েড ভাইরাসসমূহের একটি।
হ্যামার সংক্রমণ হলে ডিভাইস নিজে থেকে রুটেড হয়ে যায়। তারপর থেকে ব্যবহারকারী অফ লাইনে গেম খেলা কিংবা ইন্টারনেট ব্রাউজ – যাই করুক না কেন পপ আপ বিজ্ঞাপন দেখতে থাকে। শুধু বিজ্ঞাপন প্রদর্শনই নয়, হ্যামার আক্রান্ত হলে ডিভাইসে নিজে থেকে বিভিন্ন পর্ন অ্যাপ ইনস্টল হয়ে যায়! এসব অ্যাপ আনইনস্টলড করা হলেও কিছুক্ষণ পর আবার ইনস্টলড হয়ে যায়। এর ফলে, হুট করেই ব্যবহারকারীর খরচকৃত ইন্টারনেট ডাটা’র পরিমাণ বেড়ে যায় এবং দ্রুত ব্যাটারি শেষ হতে থাকে।
ট্রোজান হর্স হচ্ছে একধরণের ছদ্মবেশী ভাইরাস, যারা কম্পিউটার বা মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপ বা গেম হিসাবে নিজেকে প্রদর্শন করে। কোনো কাজে বা মনের ভুলে ব্যবহারকারী ওই অ্যাপে ক্লিক করামাত্র তা ভাইরাস হিসাবে আত্মপ্রকাশ করে এবং ধ্বংসলীলা চালানো শুরু করে।
হ্যামার কিংবা এই ধরণের ট্রোজান হর্স থেকে আপনার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ডিভাইস নিরাপদ থাকতে এখানে কিছু টিপস তুলে ধরা হলো: