মিথ্যা কিংবা সন্দেহজনক সাইট সনাক্ত করার প্রযুক্তি যোগ করা হয়েছে হোয়াটসঅ্যাপে। চ্যাটিংয়ে কোনো লিংক শেয়ার করা হলে অ্যাপ্লিকেশন থেকে স্বয়ংক্রিয়ভাবে ওই ওয়েবসাইট যাচাই করে দেখা হবে, বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আর, সন্দেহজনক কিছু পেলে ব্যবহারকারীর সুবিধার্থে ম্যাসেজটিকে লাল রঙে চিহ্নিত করবে সর্বাধিক ব্যবহৃত এই মেসেজিং অ্যাপ।
মূলত স্প্যাম, ফিশিং ও ভুয়া খবরের ওয়েবসাইটের খবর সনাক্ত করতে এই সেবা চালু করেছে হোয়াটসঅ্যাপ। ‘সাসপিশাস লিঙ্ক’ সনাক্ত করার সেবা পেতে আপডেট করে নিতে হবে হোয়াটসঅ্যাপ ২.১৮.২০৪ বেটা সংস্করণে।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ আজীবন ফ্রি পেতে সাবস্ক্রিপশনের কথা বলেও ভুয়া লিংক ছড়ানো হয়। সেখানে আসল ওয়েবসাইটের মতো হুবহু দেখতে নকল একটি ওয়েবসাইট সাজিয়ে ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া যায়। সাবস্ক্রিপশনের জন্য দেয়া ফরমে ব্যবহারকারীর নাম, ঠিকানা, ফোন নম্বর (ক্ষেত্র বিশেষে কার্ডের নম্বর) ইত্যাদি উল্লেখ করতে বলা হয়।