“হোয়াটসঅ্যাপ আর ফ্রি থাকছে না। আপনার বন্ধুদের পাঠানো সব মেসেজ রেখে দিতে ও হোয়াটসঅ্যাপে আজীবন ফ্রি মেয়াদ পেতে এই লিংকে ক্লিক করুন। ডায়াল করুন *২৪৭*…” ধরণের বার্তা পাচ্ছেন কেউ কেউ। জানতে চেয়েছেন সত্যিই কি হোয়াটসঅ্যাপ আর ফ্রি থাকছে না? নাকি লিংকে ক্লিক করে বাড়িয়ে নেবেন সাবস্ক্রিপশনের মেয়াদ!
সামনের দিনের কথা বলা যায় না, তবে এতটুকু নিশ্চিতভাবে বলা যায়- হোয়াটসঅ্যাপ এমন কোনো ঘোষণা দেয়নি এখনো। এমন কিছু হলে সবার আগে তা পত্রিকায় আসতো, ব্লগে শেয়ার হতো। নেহায়েতই গুজব এটি। তাই, শোনা কোথায় কান দেবেন না! এমন কোনো এসএমএস পেলে স্রেফ ইগনোর করুন। মোবাইলে কোনো শর্টকোড ডায়াল করবেন না, কোনো লিংকে ক্লিক করবেন না… এমন কী রিপ্লাইও দিতে যাওয়ার দরকার নেই।
আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, এমন গুজবে যে লিংকগুলো দেয়া হয় – সাধারণত আসল ওয়েবসাইটের মতো হুবহু দেখতে নকল একটি ওয়েবসাইট। সেখানে সাবস্ক্রিপশনের জন্য একটি ফরম দেয়া হয়, যেখানে নাম, ঠিকানা, ফোন নম্বর (ক্ষেত্র বিশেষে কার্ডের নম্বর) ইত্যাদি উল্লেখ করতে বলা হয়। মূলত, তথ্য হাতিয়ে নেয়াই এর উদ্দেশ্য। পাশাপাশি, অনেক সময় অ্যাকাউন্ট হ্যাকিংয়ের উদ্দেশ্যেও এমন গুজব ছড়ানো হয়।
পাশাপাশি, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিরাপদ রাখতে টুএফএ চালু করে নিন।
টুএফএ কী?
টুএফএ হচ্ছে টু ফ্যাক্টর অথেনটিকেশন বা সেকেন্ড ফ্যাক্টর অব অথেনটিকেশন। টুএফএ অপশন চালু করার পর থেকে আপনার অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর পর ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড (যা আপনি সেট করে দিবেন) দিতে না পারলে কোনো চ্যাট হিস্টরি দেখা যাবে না, বা হোয়াটসঅ্যাপ থেকে কাউকে কল করা যাবে না।
যেভাবে চালু করবেন হোয়াটসঅ্যাপ টুএফএ
আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টুএফএ চালু করার জন্য মেনু থেকে সেটিংসে প্রবেশ করে অ্যাকাউন্ট-এ প্রবেশ করুন এবং টু স্টেপ ভেরিফিকেশন ‘এনাবল’ করে দিন। এবার, দেখানো ঘরে ছয় ডিজিটের পাসওয়ার্ড প্রবেশ করান এবং নেক্সট চেপে ওই ছয় ডিজিটের পাসওয়ার্ডটি পুনরায় নিশ্চিত করুন। এবার, একইভাবে একটি ব্যাকআপ ইমেইল সংরক্ষণ করে রাখুন যেন কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেলে রিসেট করে নিতে পারেন।
টুএফএ ডিজ্যাবল করতে চাইলেও এই ইমেইলে লিঙ্ক পাঠিয়ে তা নিশ্চিত করা হবে বলে এই ইমেইল আইডিটি নিজের এবং নির্ভরযোগ্য হওয়া জরুরী।
টুএফএ কীভাবে কাজ করে?
প্রথমত, টুএফএ চালু করে রাখলে কোনো কারণে আপনার ফোন হারালে বা বেহাত হলেও অন্য কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। এমনকি, আপনার সিম খুলে অন্য ডিভাইসে লাগিয়ে নতুন করে ইনস্টল করা হলেও টুএফএ ছাড়া হোয়াটসঅ্যাপ চালু করা যাবে না। সেক্ষেত্রে কেউ ভুল পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করলে সেক্ষেত্রে ওই অ্যাকাউন্ট সাতদিনের জন্য স্থগিত হয়ে যাবে। পরে সিম নতুন করে তুলে সাতদিন পর আবার রেজিস্ট্রেশন করলে বা ইমেইল থেকে রিভেরিফাই করে নিলে আবার সব চ্যাটিং হিস্টরি পাওয়া যাবে। ফলে, কোনো কারণে আপনার মোবাইল ফোন হারালে বা সিম বেহাত হলেও আর হোয়াটসআপ থেকে একান্ত কিছু আর অন্য কারো হাতে পড়ার ঝুঁকি থাকবে না।