মোবাইল ফোন ছাড়া ২৪ ঘণ্টা চিন্তা করুন তো! ভাবুন, আগে থেকে কিছু না জানিয়ে হুট করেই মোবাইলের নেটওয়ার্ক চলে গেছে বা আপনার হ্যান্ডসেটটি ‘ডেড’ হয়ে গেছে, হাতের কাছে কোনো বাড়তি মোবাইল ফোন নেই আর আগামী ২৪ ঘণ্টার মাঝে কেনাও সম্ভব না – কেমন হবে? ভালো/মন্দ জরুরী খবরাখবর, টেক্সট, ফেসবুকিং, ব্রেকিং নিউজ, উবার – সব বন্ধ! কতক্ষণ থাকতে পারবেন এভাবে ডিসকানেক্টেড অবস্থায় – ১২ ঘণ্টা; ছয়, তিন কিংবা এক ঘণ্টা?
মোবাইল ফোন (আরও সুনির্দিষ্ট করে বললে স্মার্টফোন) এখন জীবনের সাথে মিশে গেছে, আর অন্যদিকে হ্যাকারদেরও মূল লক্ষ্য এই সব করা যায় ডিভাইস। তাই, স্মার্টফোনের নিরাপত্তায় এই পোস্টে থাকছে প্রয়োজনীয় পরামর্শ।
- প্রয়োজনীয় অ্যাপ অবশ্যই প্লে স্টোর (অ্যান্ড্রয়েড ফোনের জন্য), আই টিউন স্টোর (আই ফোনের জন্য) বা উইন্ডোজ স্টোর (উইন্ডোজ ফোনের জন্য) থেকে ডাউনলোড করুন।
- যত তাড়াই থাকুক না কেন, যেকোনো অ্যাপ নামানোর আগে বা ভার্চুয়াল বাটনে ক্লিক করার আগে অবশ্যই একবার কীসে ক্লিক করছেন তা দেখে নিন।
- ব্যক্তিগত কিংবা অফিসিয়াল – যে কাজেই ব্যবহার করুন না কেন স্মার্টফোনে অবশ্যই ভালো মানের মোবাইল সিকিউরিটি থাকা আবশ্যক।
- অল্প টাকায় জেল ব্রেক করা/কপি ফোন না কিনে বাজেট ফোন কেনা ভালো।
- অনেক অ্যাপ, বিশেষ করে বিভিন্ন গেম ইনস্টলের সময় সোশ্যাল মিডিয়া অ্যাকসেস তথা ফেসবুকে পোস্ট করার পারমিশন চায়, এটা অ্যালাউ না করাই বুদ্ধিমানের।
- হুট করে ফোনের ব্যাটারির পারফর্মেন্স কমে গেছে? সেটিংস থেকে অ্যাপ লিস্ট চেক করুন – অজান্তে কোনো রোগ অ্যাপ ডাউনলোডেড হয়েছে কি না!
- আপনার মোবাইল ফোনের সিস্টেম আপডেটের পাশাপাশি অবশ্যই নিত্য প্রয়োজনীয় সব অ্যাপ আপডেটেড রাখুন।
এছাড়াও, বিনা দরকারে ওয়াই-ফাই, ব্লু-টুথ ইত্যাদি চালু না রাখার পাশাপাশি পাবলিক বা ফ্রি ওয়াই-ফাই ব্যবহার থেকে বিরত থাকা এবং মোবাইল ফোন সবসময় পাসওয়ার্ড প্রোটেকটেড রাখা ফোন এবং ব্যবহারকারীর নিরাপত্তার জন্য উপকারী।