ফ্রি অ্যাপের লোভ এবং তাতে কাজ না হলে ভয় দেখানো এসব প্রোগ্রামের নাম স্ক্যায়ারওয়্যার। এদের কাজই ভয় দেখানো। মূলত, যেসব কম্পিউটারে নিরাপত্তা প্রোগ্রাম থাকে না সেসব কম্পিউটারে বিভিন্ন সাইট ব্রাউজ করার সময় ও দরকারি সফটওয়্যারের ছদ্মবেশে স্ক্যায়ারওয়্যার প্রবেশ করে।
নিরাপদ থাকতে করণীয়
স্ক্যায়ারওয়্যার থেকে নিরাপদ থাকতে অনলাইনে কোথায় ক্লিক করছেন তা দেখে করা ও কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় কী লেখা আছে তা পড়ে ‘আই অ্যাগ্রি/কন্টিনিউ’ বাটন চাপার পাশাপাশি ভালো মানের ইন্টারনেট সিকিউরিটির লাইসেন্সড ভার্সন ব্যবহার করা উচিত।