ই-কমার্স সাইটে কেনাকাটা থেকে পত্রিকায় খবর পড়া – ব্রাউজ করার সময় ওয়েবসাইট কতটা নিরাপদ এই প্রশ্ন থেকেই যায়। সাইটটি এইচটিটিপিএস এনাবেল্ড কি না যাচাইসহ নিরাপত্তা নিশ্চিত করার অনেক সতর্কতাও রয়েছে। তবে, কেউ এতকিছু মনে রাখতে না চাইলে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন সেইফ ব্রাউজিং ফিচার।
টার্বো স্ক্যানিং প্রযুক্তিতে দ্রুত ভাইরাস শনাক্তকরণ, উন্নত প্যারেন্টাল কন্ট্রোলে রিমোট ম্যানেজমেন্ট, অটো-ব্লকিং এবং ফিশিং থেকে পরিপূর্ণ সুরক্ষা এবং শ্রেডার ও ডুপ্লিকেট ফাইন্ডারসহ পিসি টিউন-আপের পাশাপাশি রিভ অ্যান্টিভাইরাসের টোটাল সিকিউরিটি‘র অনবদ্য এই সুবিধা দেয় নিশ্চিন্ত ডিজিটাল অভিজ্ঞতা।
সেইফ ব্রাউজিং কী?
রিভ টোটাল সিকিউরিটি ইনস্টলড পিসি থেকে ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় সব ধরণের কুকিজ, কী-লগারস ও ফিশিং স্ক্যাম থেকে সুরক্ষা দেয় সেইফ ব্রাউজিং। উদাহরণস্বরূপ রিভ অ্যান্টিভাইরাসের ডাটাবেসে রয়েছে ফিশিং ওয়েবসাইটসমূহের ডিটেইল্ড লিস্ট। ব্যবহারকারী লিংক থেকে ক্লিক করে সেসবের কোনোটি কিংবা ক্ষতিকর কোনো সাইট ব্রাউজ করতে গেলে সঙ্গে সঙ্গে রিভ অ্যান্টিভাইরাস তাঁকে সতর্ক করে। পাশাপাশি, কম-বেশি সব সাইট ব্রাউজ করার সময়েই সেসব ব্যবহারকারীর অবস্থানসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে। কম্পিউটারে রিভ টোটাল সিকিউরিটি ইনস্টলড থাকলে ব্রাউজার কুকিজ সংগ্রহ করতে পারে না।
এছাড়াও সেইফ ব্রাউজিং দিয়ে ব্রাউজ করলে ব্রাউজিং হিস্টরি রেকর্ডেড হওয়া প্রতিহত করা যায়, লগইন ডিটেইল সেইভড হয় না এবং ব্রাউজিং বিহেভিয়ার নিউ সার্চকে প্রভাবিত করে না।
যেভাবে পাবেন সেইফ ব্রাউজিং সুবিধা
এখান থেকে রিভ অ্যান্টিভাইরাসের টোটাল সিকিউরিটি ফ্রি ট্রায়াল ডাউনলোড করুন। ইনস্টলেশন শেষে ডেস্কটপে দেখুন সেইফ ব্রাউজিং নামে একটি নতুন অপশন যুক্ত হয়েছে। ওপেন করে উপভোগ করুন আপনার সম্পূর্ণ ইন্টারনেট স্বাধীনতা।