রেস্তোরাঁয় কিংবা শপিং মলে হুট করে তোলা সেলফি বা চেকইন শেয়ার করতে ও জরুরী হাতের কাজটি সেরে নিতে পাবলিক ওয়াইফাই পাওয়া একপ্রকার আশীর্বাদই বলা চলে। কিন্তু, সাবধান! সামান্য অসচেতনতায় এটি ডেকে আনতে পারে সমূহ বিপদ। ফ্রি ওয়াইফাই আপনার ব্যক্তিগত ও গোপনীয় তথ্য হ্যাকারের হাতে তুলে দিয়ে বিপর্যস্ত করে তুলতে পারে আপনার স্বাভাবিক জীবন পর্যন্ত। তাই সচেতন হওয়া প্রয়োজন এখনই।
পাবলিক ওয়াইফাই ব্যবহারে মেনে চলুন নিম্নবর্ণিত সতর্কতাসমূহ:
এসব অ্যাড-অন আপনাকে কোন সাইট এনক্রিপশন সাপোর্ট করে ও কোনটি করে না তথা একটি সাইটে ব্যক্তিগত তথ্য প্রবেশ করানো ঠিক হবে কি হবে না তা জানিয়ে নিরাপদ ব্রাউজিং করতে সাহায্য করবে।
উল্লিখিত সতর্কতাসমূহের বাইরেও একজন সচেতন ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে পৃথক পৃথক অ্যাকাউন্টের জন্য পৃথক পাসওয়ার্ড ব্যবহার করা, মোবাইল ভ্যারিফিকেশন চালু রাখা, লিংক চোখে পড়ামাত্র ক্লিক না করাসহ ব্রাউজারের ফিশিং অ্যালার্টের দিকে নজর রাখা, কাজশেষে লগআউট করে দেয়া ও দেখে-শুনে যাচাই করে গুণগত মানসম্পন্ন অ্যান্টিভাইরাস ব্যবহার করা অনলাইনের যে কোনো হুমকি থেকে সুরক্ষিত থাকতে সাহায্য করে।