‘দ্যা ইন্টারনেট ওয়ান্টস ইউ: কনসিডার এ ক্যারিয়ার ইন সাইবার সিকিউরিটি’ হচ্ছে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস-২০১৭ এর চতুর্থ সপ্তাহের (২৩ থেকে ২৭ তারিখ) স্লোগান। সেন্টার ফর সাইবার সেফটি এন্ড এডুকেশন এর হিসাবে ২০২২ সাল নাগাদ সাইবার সিকিউরিটি খাতে ১.৮ মিলিয়ন লোকের ঘাটতি থাকবে। এটি বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ডিজিটালাইজেশনের সঙ্গে যেমন প্রযুক্তির ব্যবহার বাড়ছে, তেমনি বাড়ছে শঙ্কাও। ছোট/বড় সব প্রতিষ্ঠানই এখন সাইবার নিরাপত্তা নিয়ে সচেতন।
কিন্তু, একই হারে সাইবার সিকিউরিটি এক্সপার্ট ও বিশ্লেষক তৈরি বা বেরিয়ে না আসায় দ্রুতই শূন্যতা দেখা দেবে বিশাল এই সম্ভাবনাময় সেক্টরে। তাই সাইবার নিরাপত্তা সচেতনতা মাস-২০১৭ এর চতুর্থ সপ্তাহের লক্ষ্য – সাইবার নিরাপত্তা খাতে ছাত্রছাত্রী ও প্রযুক্তিপ্রেমীদের আগ্রহী করে তোলা এবং সে অনুযায়ী প্রয়োজনীয় প্ল্যাটফর্ম তৈরি করা।
সাইবার সিকিউরিটি ক্লাব ফর স্টুডেন্টস
বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা সচেতন করে তুলতে বাংলাদেশের নিজস্ব অ্যান্টিভাইরাস রিভ-এর প্রয়াস ‘সাইবার সিকিউরিটি ক্লাব ফর স্টুডেন্টস’। এই কার্যক্রমে ক্যাম্পাসের বন্ধু ও পরিচিতদের সাইবার নিরাপত্তা নিয়ে সচেতন করে তোলার পাশাপাশি স্টুডেন্ট অ্যাম্বাসেডরদের জন্য থাকছে দারুণ সব ছাড় ও সুযোগ!
সাইবার সিকিউরিটি আপডেট
নতুন ভাইরাসের আক্রমণ এবং তা থেকে নিরাপদ থাকার উপায় ইত্যাদি সাইবার দুনিয়ার সবশেষ তথ্য এবং সমাধান।
সাইবার নিরাপত্তা পরামর্শক
সাইবার হুমকি এবং নিরাপত্তা সমাধান বিশ্লেষণ থেকে পর্যায়ক্রমে সাইবার নিরাপত্তা পরামর্শক হওয়ার সুযোগ।
মূল্য ছাড়ে রিভ অ্যান্টিভাইরাস
রিভের স্টুডেন্ট অ্যাম্বাসেডর এবং তাঁদের বন্ধু ও স্বজনদের জন্য রয়েছে আকর্ষণীয় ছাড়ে রিভ অ্যান্টিভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি ও টোটাল সিকিউরিটি ক্রয়ের সুযোগ। পাশাপাশি, চাইলে নিজস্ব পরিমণ্ডলে রিভ অ্যান্টিভাইরাস বিক্রি করেও পকেট মানি সংগ্রহ করা যাবে।
সনদ ও স্বীকৃতি
সাইবার নিরাপত্তা সচেতনতা তৈরি ও প্রশিক্ষণসহ অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণশেষে আনুষ্ঠানিক সনদ ও স্বীকৃতি প্রদান করা হবে।