‘সাইবার বুলিং’ হচ্ছে অনলাইনে কোনো শিশুকে প্রলুব্ধ বা হেয় প্রতিপন্ন করা, ভয় দেখানো ও মানসিক নির্যাতন করা। শুরুতে টিনএজাররাই কেবল এ ধরণের কাজে জড়িত থাকে ভেবে বুলিং সংজ্ঞায়িত করা হলেও পরে দেখা যায় অনেক ক্ষেত্রে স্বনামে বা ফেইক আইডির আড়ালে প্রাপ্তবয়স্ক অনেকেও এ ধরণের হীন কাজে জড়িত থাকেন।
সাইবার বুলিং-এর ঘটনা বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় ঘটলেও ফোনে কিংবা ইমেইলেও অনেক সময় এ ধরণের নির্যাতনের ঘটনা ঘটে থাকে।
সাইবার বুলিং-এর কোনো সূত্র পাওয়া গেলে বা এ ধরণের ঘটনা একবার ঘটলে বিকৃত ও অসুস্থ মানসিকতার আরও অনেকের কাছে ভিক্টিমের খোঁজ বা যোগাযোগের তথ্য চলে যায় বলে ধীরে ধীরে এর মাত্রা বাড়তেই থাকে। এর ক্রমঃবর্ধমান চাপে শিশুর মাঝে ডিপ্রেশন, পড়াশুনার প্রতি অনীহা, ইনসমনিয়া থেকে শুরু করে আত্মহত্যার প্রবণতা তৈরি হতে পারে।
সাইবার বুলিংয়ের প্রকারভেদে যাওয়ার আগেই স্পষ্ট করে জানিয়ে দেয়া যে ফেক আইডি ব্যবহার বা অন্য একজনের আইডি থেকে পোস্ট দেয়া, অনলাইনে গালাগালি করা এবং এমনকি ট্রলিং – সবই সাইবার বুলিং।
অনলাইনে গালি দেয়া, হোক তা সরাসরি কিংবা সংকেতে – সাইবার বুলিং:
ফেসবুকে কিংবা অন্য কোনো মাধ্যমে ফেক আইডি ব্যবহার বা অন্য একজনের অ্যাকাউন্টে প্রবেশ করে সে সেজে পোস্ট করাও সাইবার বুলিং।
ট্রলিং অনলাইন প্রজন্মের কাছে খুব সামান্য বিষয় হলেও তা সাইবার বুলিংয়ের আওতাভুক্ত।
সাইবার বুলিং প্রতিহতে সবার আগে হতে হবে সন্তানের বন্ধু। সাইবার বুলিং কী, অপরিচিত বা অনলাইন বন্ধুরা কেন অনিরাপদ এবং তাদের সাথে কেন ব্যক্তিগত কিছু শেয়ার করা যাবে না – এসব সন্তানদের বুঝিয়ে বলতে হবে। সম্ভব হলে সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকতে হবে সন্তানদের সাথে, এবং সর্বোপরি নজর রাখতে হবে সন্তানের অনলাইন পদচিহ্নে।