অনলাইনে তথা ইন্টারনেটের মাধ্যমে সংঘটিত অপরাধসমুহই সাইবার ক্রাইম। মূলত পাঁচ ধরণের সাইবার ক্রাইমে ইন্টারনেটে এন্ড ইউজাররা সরাসরি আক্রমণের শিকার হন। এসব সাইবার ক্রাইম নিয়েই আমাদের এবারের পোস্ট:
আইডেনটিটি থেফট হচ্ছে ক্রেডিট কার্ড বা ব্যাংক ফ্রডের উদ্দেশ্যে পাসওয়ার্ড, জন্ম তারিখ ইত্যাদি চুরি করা।
সাইবার স্টকিং হচ্ছে কাউকে বা কোনো গোষ্ঠীকে অনলাইনে হেনস্থা করা।
জনপ্রিয় সাইটের মতো নকল সাইট সাজিয়ে মানুষকে লগইন করতে উৎসাহিত করার নাম ফিশিং।
চ্যাটিংয়ের মাধ্যমে শিশুদের পর্নগ্রাফির দিকে উৎসাহিত করাও সাইবার ক্রাইম।
একই বার্তা অসংখ্য মানুষকে পাঠানো স্প্যামিং। অনেক সময় ফিশিংয়ের জন্যও স্প্যামিং করা হয়ে থাকে।