কম্পিউটারের পর র্যানসমওয়্যার দিয়ে হ্যাকারদের নতুন টার্গেট এখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা। মূলত যারা মোবাইল সিকিউরিটি ব্যবহার করেন না তাদের অসচেতনতার সুযোগে ম্যালিশিয়াস লিংকে ক্লিক করা থেকে আক্রান্ত মোবাইল ফোন লক হয়ে যায় এবং পরবর্তীতে হ্যাকারদের দেয়া নম্বরে টাকা পাঠিয়ে ফোন আনলক করে নিতে হয়। ভয়াবহ বিষয় হচ্ছে একবার লকড হলে তা রিসেট কিংবা ফ্ল্যাশ করেও আর হারানো ফাইল ফেরত পাওয়া যায় না।
মূলত পর্নোগ্রাফি ও নামসর্বস্ব ওয়েবসাইট ভিজিট করা মোবাইল ইউজাররাই অ্যান্ড্রয়েড র্যানসমওয়্যার হ্যাকিংয়ের টার্গেট। এছাড়াও, ফ্রি অ্যান্টিভাইরাস এবং মাস্টার ক্লিনার ইত্যাদি অ্যাপের মাধ্যমেও ছড়ায় মোবাইল র্যানসমওয়্যার।
অ্যান্ড্রয়েড র্যানসমওয়্যার থেকে নিরাপদ থাকতে করণীয়সমূহ নিম্নরূপ: