সিস্টেম আপডেট এসেছে? কিংবা কোনো অ্যাপে প্রবেশের পর তা হালনাগাদ করার জন্য নোটিফিকেশন দিচ্ছে?? নতুন নতুন ফিচার পাওয়ার জন্য তো বটেই, আপনার ডিভাইসের নিরাপত্তার জন্যই এসব আপডেট জরুরী। কেবল নোটিফিকেশন দিলেই নয় বরং অ্যাপ স্টোর সেটিংস থেকে নিজেই চালু করে রাখুন অটো-আপডেট। পাশাপাশি অন্তত, ৩ মাস অন্তর একবার আপনার ফোনের সেটিংস অপশন থেকে সিস্টেম আপডেট অংশে গিয়ে চেক করা দেখুন অপারেটিং সিস্টেমের নতুন কোনো আপডেট এসেছে কি না।
অনেকেই সামান্য কিছু এমবি বাঁচাতে অটো-আপডেট বন্ধ করে রাখেন যা হিতে বিপরীত হতে পারে। এর ফলে নিত্য ব্যবহৃত অ্যাপগুলো আপডেটেড না থাকায় ব্যবহারকারী নানাবিধ সমস্যার মুখোমুখি হতে পারেন। চলুন তবে দেখে নেই সমস্যাগুলো এবং ফোন ও অ্যাপস আপডেটেড রাখার সুবিধাসমূহ।
সাম্প্রতিক র্যানসমওয়্যার হামলার ক্ষেত্রে দেখা গেছে যেসব ডিভাইসে উৎপাদনকারী প্রতিষ্ঠানের দেয়া নিরাপত্তা প্যাচগুলো হালনাগাদ করা ছিল সেসব ডিভাইসই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই, যেকোনো ধরণের অনলাইন থ্রেট থেকে সুরক্ষিত থাকতে অবশ্যই ফোনের সিস্টেম আপডেট চালু রাখুন এবং তিন মাস অন্তর অবশ্যই একবার নতুন কোনো আপডেট এসেছে কি না তা চেক করা উচিত।
প্রযুক্তি বিশ্বে টিকে থাকতে এবং প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এগিয়ে থাকতে সব অ্যাপ সেবাদাতাই নিজ নিজ অ্যাপের হালনাগাদ ছাড়ে। নিত্য নতুন এমন ফিচার ও সেবা পেতে নিয়মিত ব্যবহার করা হয় এমন অ্যাপগুলো আপডেটেড রাখা উচিত।
অনেক ডিভাইসের ক্ষেত্রেই বাজারে ছাড়ার পর ব্যবহারকারীর মতামতের ভিত্তিতে অপ্টিমাইজ করা হয়। তাই কাঙ্ক্ষিত স্পিড ও পারফরমেন্স পেতেও সিস্টেম আপডেটেড রাখা আবশ্যক।