হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ইমো ইত্যাদি সব মেসেজিং অ্যাপেই ভিডিও কলিং সেবা রয়েছে। কেউ নিজের ফোনে এসব অ্যাপ ইনস্টল করে চাইলে ইনভাইটেশন পাঠাতে পারেন তার বন্ধুদের। এক্ষেত্রে মেসেজে আসা লিংক ক্লিক না করে প্রয়োজনে সংশ্লিষ্ট অ্যাপ ডাউনলোড করে নিলে ফিশিংয়ের ঝুঁকি এড়ানো সম্ভব।
লিংক যে সত্যিই আপনার বন্ধু পাঠিয়েছে হয় তা কল করে নিশ্চিত হয়ে নিন, নয়তো সরাসরি প্লে স্টোর বা আই টিউনস থেকে অ্যাপ নামিয়ে নিন। এমনও হতে পারে কেউ হ্যাকিংয়ের উদ্দেশ্যে ফিশিং সাইট তৈরি করে আপনার ক্রেডেনশিয়াল হাতিয়ে নিতে চাইছে!
বাড়তি সতর্কতা
এছাড়াও, বিনা দরকারে ওয়াই-ফাই, ব্লু-টুথ ইত্যাদি চালু না রাখার পাশাপাশি পাবলিক বা ফ্রি ওয়াই-ফাই ব্যবহার থেকে বিরত থাকা এবং মোবাইল ফোন সবসময় পাসওয়ার্ড প্রোটেকটেড রাখা ফোন এবং ব্যবহারকারীর নিরাপত্তার জন্য উপকারী।