সাম্প্রতিক সময়ে জানা গেছে আরেকটি র্যানসমওয়্যার আক্রমণের খবর। দেশে দেশে ইতোমধ্যে প্রচুর কম্পিউটার বিকল করে দেয়া এই র্যানসমওয়্যারের নাম দেয়া হয়েছে ব্যাড র্যাবিট। ব্যাড র্যাবিট মূলত এক ধরণের ম্যালওয়্যার যা গোপনে কাঙ্ক্ষিত ডিভাইসে স্থান করে নিয়ে কম্পিউটারে থাকা সব তথ্য, ছবি, ফাইল ও গেম এনক্রিপ্ট বা বিশেষ কোডে রূপান্তরিত করে। এগুলো ফের ব্যবহার উপযোগী করতে ব্যবহারকারীদের কাছে বিভিন্ন অর্থ বা অনলাইন মুদ্রা ‘বিটকয়েন’ মুক্তিপণ হিসেবে দাবি করা হচ্ছে।
এটি কীভাবে কাজ করে?
১. সাইবার ক্রিমিনাল একটি পাসওয়ার্ড সেট করে ম্যালওয়্যারটি অনলাইনে ছড়িয়ে দেয়।
২. ব্যবহারকারীর পিসিতে স্থান করে নিয়ে ফাইল ‘লক’ করে হ্যাকারের সেট করে দেয়া বার্তা দেখায়
৩. হ্যাকার দাবিকৃত অর্থ পেয়ে ভিকটিমকে কোডটি জানিয়ে দিলে তা দিয়ে আবার ফাইল ডিক্রিপ্ট হয়
নিরাপদ থাকতে করণীয়
ব্যাড র্যাবিট থেকে নিরাপদ থাকার এখনও পর্যন্ত কোনো অব্যর্থ উপায় জানা যায়নি বলে অনলাইন এবং অফলাইন – উভয় মাধ্যমেই নিজের প্রয়োজনীয় ফাইলসমূহের ব্যাকআপ রাখা আবশ্যক। এছাড়াও, নিজের এবং একান্ত তথ্যের গোপনীয়তার জন্য কার্যকর অ্যান্টিভাইরাস ব্যবহার করা উচিত।