কিন্তু অনলাইনে কেনাকাটা করতে গিয়ে যেন বাড়তি ঝামেলার উদয় না হয়, বা কার্ড ফ্রডিংয়ের শিকার না হতে হয় সেজন্য মেনে চলতে হবে কিছু সাধারণ সতর্কতা। এসব সতর্কতা নিয়েই আমাদের এবারের পোস্ট:
অনলাইনে কেনাকাটা করার আগে অবশ্যই আপনার পিসি বা মোবাইলের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নতুবা, অর্ডার প্লেস করার সময় দেয়া নাম, ঠিকানা, ডেবিট অথবা ক্রেডিট কার্ডের ডিটেইলস ইত্যাদি হ্যাকারের কাছে চলে যেতে পারে। এজন্য কম্পিউটার বা মোবাইলের জন্য বাজার থেকে দেখেশুনে ভালো মানের ইন্টারনেট সিকিউরিটি ও মোবাইল সিকিউরিটি বেছে নিন।
অনলাইনে কেনাকাটার আগে অবশ্যই সেই প্রতিষ্ঠানের গুগল বা ফেইসবুক রিভিউ দেখে নিন। নামসর্বস্ব সাইট থেকে কিছু কিনবেন না এবং ওয়েবসাইটের নামের শুরুতে https:// আছে কি না দেখে নিন। আবার, কিছু সাইট আছে যারা দীর্ঘদিন থেকেই পরিচিত হওয়ার পাশাপাশি আবার সমালোচিতও! এসব সাইট থেকে দূরে থাকুন। ৯৯% ডিসকাউন্ট, ৫ মিনিটের ঝটপট অফার – ইত্যাদির প্রলোভনে পা দেয়ার আগে বাজারদর যাচাই করে নিন।
অন্যান্য অনেক কিছুর ভিড়ে অনেক সময় আমরা ব্রাউজারের নিরাপত্তার কথাই ভুলে যাই। এতে সামগ্রিক নিরাপত্তাই হুমকির সম্মুখীন হতে পারে। সবচাইতে ভালো হয় কম্পিউটার বা মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমের সঙ্গে থাকা ডিফল্ট ব্রাউজার ব্যবহার না করে আলাদা করে গুগল ক্রোম কিংবা মজিলা ফায়ারফক্স নামিয়ে নিতে পারেন। উভয় ব্রাউজারই নিয়মিত হালনাগাদ দেয়, সময়মতো সে অনুযায়ী আপডেট করে নিতে ভুলবেন না যেন!
সাইবার জগতে নিরাপদ থাকতে ফ্রি ওয়াইফাইকে ‘না’ বলুন। বেশিরভাগ ক্ষেত্রেই ফ্রি ওয়াইফাই সমূহ হ্যাকারদের মূল লক্ষ্য। একান্ত ব্রাউজ করতে হলেও ভিপিএন দিয়ে ব্রাউজ করুন এবং কম্পিউটার বা মোবাইল ফোনে অবশ্যই অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। কিন্তু অনলাইনে অর্ডার প্লেস করার ক্ষেত্রে বাসার বা নিজস্ব ওয়াইফাই অথবা মোবাইল ডাটা ব্যবহার করুন।