ইন্টারনেট সিকিউরিটি ছাড়া একটি কম্পিউটারে হ্যাকাররা প্রতি ৩৯ সেকেন্ডে একবার করে ঢুঁ মারে – সাইবার নিরাপত্তার গুরুত্ব বোঝাতে সচেতনদের জন্য এই একটি উপাত্তই যথেষ্ট! তবুও বলছি- এছাড়াও অনলাইন দুনিয়ায় প্রতিদিন রিলিজ পায় কম-বেশি প্রায় ১০ লক্ষ ভাইরাস। ফলে, সম্পূর্ণ সচেতন থাকার পরেও যেখানে কেউই সম্পূর্ণ নিরাপদ না সেখানে ইন্টারনেট সিকিউরিটি ছাড়া ব্রাউজিং অনেকটা আত্মঘাতী হওয়ার শামিল!!
চলুন তবে একনজরে দেখে নেই ইন্টারনেট সিকিউরিটি ছাড়া কোনো ডিভাইস থেকে ইন্টারনেট ব্রাউজ করলে কী কী সমস্যা হতে পারে: