১৬ থেকে ২০ অক্টোবর সাইবার নিরাপত্তা সচেতনতা মাস-২০১৭ এর তৃতীয় সপ্তাহ, বিশ্বব্যাপী এই সপ্তাহের ভাবনা ‘আগামীর ইন্টারনেট ভাবনা’। কেমন হতে পারে আগামীর ইন্টারনেট সংযোগ? ইন্টারনেটনির্ভর যোগাযোগ ব্যবস্থাই বা কেমন হতে পারে তখন! হ্যাকারদের দৌরাত্ম্য কি তখনও এমন থাকবে?? নাকি কোনো এক ভোরে ঘুম ভেঙ্গে দেখা যাবে ব্রাউজারে ঠিকানা লিখে এন্টার চাপলেও আর কোনো ওয়েবসাইটে প্রবেশ করা যাবে না হঠাৎ!!
যাই হোক না কেন, দিবাস্বপ্ন কিংবা আজগুবি চিন্তা – বাংলাদেশের একমাত্র সাইবার সিকিউরিটি ব্র্যান্ড হিসাবে আমরা জানতে চেয়েছিলাম আপনাদের ভাবনা। আমাদের আহ্বানে সাড়া দিয়ে যারা অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায় তাঁদের সবাইকে ধন্যবাদ। চলুন তবে দেখে এই আয়োজনের তিন বিজয়ীর পাঠানো ভিডিও:
https://www.facebook.com/REVEAntivirusBD/videos/495422650834151/