পাশ্চাত্যের অনুকরণে আজকাল কেউ কেউ নিবন্ধন করছেন অনলাইন ডেটিং সাইটগুলোতেও। এভাবে অজানায় হাত বাড়ানোর আগে যেমন তা নিজের সঙ্গে কতটুকু যায় তা ভেবে নেয়া উচিত, তেমনি স্ক্যামিং থেকে সাবধান থাকতে অনলাইন ডেটিং সাইটগুলোতে থাকতে হয় ঈষৎ সচেতন।
যেকোনো সাইটে নিবন্ধন নয়
অনলাইনে সব সাইট যেমন নিরাপদ নয় তেমনি মান নিয়েও প্রশ্ন থাকে অনেক সাইটের। তাই, কোনো সাইটে নিবন্ধনের আগে অবশ্যই রিভিউ জেনে নিন।
পেইড মানেই ভালো লোক – ভুলও হতে পারে
কেউ পেইড আইডি ব্যবহার করে বলেই খুব সিরিয়াস এমনটা ভাবা ভুলও হতে পারে। তাই সিদ্ধান্ত নেয়ার আগে অবশ্যই বারবার যাচাই করে নিন।
উজাড় করে ভালোবাসা কিংবা তথ্য কোনোটাই না
কাউকে চেনাজানার আগে উজাড় করে নিজের, ফ্যামিলির, ঠিকানা ইত্যাদি তথ্য কিংবা ভালোবাসা কোনোটাই দেবেন না।
ছবি দেয়ার আগে
এধরণের সাইটে ছবি আপ করতে হলে এমন কোনো ছবি দেন যা অন্য কোনো সাইটে ব্যবহার করেননি, এতে কেউ ছবি দিয়ে আপনাকে খুঁজে বের করতে চাইলে কিংবা অসৎ উদ্দেশ্য থাকলেও সহজে ট্র্যাক করতে পারবে না।
ব্যাংকিং বা ক্রেডিট ইনফরমেশনকে না বলুন
কেউ, এমনকি সংশ্লিষ্ট সাইটের বলে পরিচয় দিয়েও কেউ ব্যাংকিং বা ক্রেডিট কার্ডের তথ্য চাইলে দেয়া থেকে বিরত থাকুন।
কারও পাঠানো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন
ডেটিং সাইট থেকে কেউ পাঠানো বার্তায় লিংক দিলে তাতে ক্লিক করা থেকে বিরত থাকুন, এতে তথ্য বেহাত হওয়াসহ হ্যাকিং থেকে রক্ষা পাবেন।