চলুন তবে দেখে নেই কীভাবে এমপ্লয়ি মনিটরিংয়ের মাধ্যমে চিহ্নিত করতে পারবেন অমনোযোগী কর্মীদের।
- মাঝে মাঝে কর্মীদের ‘ইন’ এবং ‘আউট’ টাইম লিস্টে চোখ বুলান। জানতে পারবেন কে কতক্ষণ থাকছেন।
- ফান ইভেন্টস ও অ্যাক্টিভিটিজে কে কেমন আচরণ করে দেখুন, দলগত মিলমিশ বুঝতে পারবেন।
- কর্মীরা সিডি, পেনড্রাইভ ইত্যাদি নিয়ে এলে যাওয়ার আগে অবশ্যই চেক করার প্রথা চালু করুন।
- অফিস চলাকালীন কে কী ব্রাউজ করছে মাঝে মাঝে যাচাই করে দেখতে পারেন।
- কম্পিউটার ও মোবাইল ফোনে কে কোন কোন সফটওয়্যার/অ্যাপ ব্যবহার করছে জানা রাখুন।
- কেউ অহেতুক প্রিন্ট করে কালি অপচয় করছে না তো?
- বাৎসরিক হার্ডওয়্যার ও সফটওয়্যার ইনভেন্টরি চালু ও মেইনটেইন করুন।
বেশিরভাগ ক্ষেত্রেই কর্মীদের অসচেতনতার সুযোগে প্রাতিষ্ঠানিক ব্রিচিং হয়ে থাকে মাঝারি ও বৃহৎ আকারের প্রতিষ্ঠানে উল্লিখিত বিষয়সমূহ নির্বাহ ও পরিপূর্ণ সাইবার নিরাপত্তা পেতে এন্ডপয়েন্ট সিকিউরিটি ব্যবহার করা উচিত।