সন্তান ইন্টারনেটে বেশি সময় কাটালে তা নিয়ে চিন্তিত হওয়ারই কথা, তবে এতে আতংকিত হয়ে সন্তানকে মারধোর, ইন্টারনেট অ্যাকসেস একেবারে বন্ধ করে দেয়াটা বোধহয় বুদ্ধিমানের কাজ হবে না। তারচেয়ে বরং কৌশলী হোন – সন্তানকে বুঝিয়ে বলুন ইন্টারনেটের ভালো-খারাপ সব দিক, নিয়ম মাফিক ব্যবহার করলে সে নিয়মিত এই সুযোগ পাবে আর তা না করলে এই সুযোগ বন্ধ করে দিতে পারেন।
পাশাপাশি, প্যারেন্টাল কন্ট্রোল সেবা আছে এমন অ্যান্টিভাইরাস ইনস্টল করুন। ভালো মানের প্যারেন্টাল কন্ট্রোলে আপনি প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় ওয়েবসাইট হোয়াইট ও ব্ল্যাকলিস্টেড করার পাশাপাশি পাবেন ক্যাটাগরিভিত্তিক ও সপ্তাহের যে দিন বা দিনের যে সময়টায় আপনার সন্তান ইন্টারনেট ব্যবহার করে সময় ধরে সন্তানের জন্য অনুপযোগী ওয়েবসাইট ব্লক করার সুযোগ।
এখনকার সময়টাই এমন যে বাচ্চাদের কম্পিউটার-ইন্টারনেট এসব থেকে বিরত রাখা যাবে না, তাই শুরু থেকেই সচেতন হোন। পরিবারে বেশি বেশি সময় দিন, মাঝে মাঝেই বাচ্চাদের নিয়ে ঘুরতে যান। খোঁজ রাখুন তারা কার সাথে মিশে, কী করে না করে। সর্বোপরি, সন্তানের বন্ধু হয়ে উঠুন।