সাইবার সিকিউরিটি নিয়ে প্রায়শই আমরা কিছু কমন প্রশ্ন পাই, এই পোস্টে একসঙ্গে সেসব উত্তর থাকছে সবার জন্য:
ফ্রি ওয়াইফাই পাই, কীভাবে ব্যবহার নিরাপদ?
- ভিপিএন ব্যবহার করুন
- যে সাইটই ব্রাউজ করেন না কেন নামের শুরুতে https:// আছে কি না দেখুন
- টুএফএ চালু করে রাখুন
- কেবল যখন ব্যবহার করবেন ওয়াইফাই চালু করবেন
- ফ্রি ওয়াইফাই ব্যবহার করে একান্ত তথ্য/ছবি শেয়ার করবেন না
- নিয়মিত ব্যবহার করলে অবশ্যই ইন্টারনেট বা মোবাইল সিকিউরিটি ব্যবহার করুন
পাসওয়ার্ড সুরক্ষিত হয় কীভাবে?
- এমন পাসওয়ার্ড সেট করুন যা কেউ অনুমান করতে পারবে না
- ডিকশনারির শব্দ নিবেন না
- নাম/ ফোন নম্বর/ জন্ম তারিখ ইত্যাদি অ্যাভয়েড করুন
- অন্তত আট ডিজিটের পাসওয়ার্ড সেট করুন
- বর্ণ, অংক ও চিহ্ন মিলিয়ে পাসওয়ার্ড সেট করুন
- যত আপনই হোক পাসওয়ার্ড কাউকে দিবেন না
- বছরে অন্তত একবার পাসওয়ার্ড বদলান
ইমেইল বক্স কীভাবে নিরাপদ রাখবো?
- সবসময় মেইল কে পাঠিয়েছে খেয়াল করে দেখে নিন
- অপরিচিতের পাঠানো মেইলের অ্যাটাচড ফাইলে ক্লিক করবেন না
- রিপ্লাই অল না, রিপ্লাই নির্বাচন করে যাদের যাদের পাঠাতে চাচ্ছেন অ্যাড করুন
- ইন্টারনেট/মোবাইল সিকিউরিটি ব্যবহার করুন
ভালো অ্যান্টিভাইরাস/মোবাইল সিকিউরিটি কোনটা?
- বাজারে গিয়ে দোকানদারকে সরাসরি জিজ্ঞেস করুন
- কী কী সুবিধা দিচ্ছে ফিচারস পড়ে দেখে নিন
- কতটুকু রিসোর্স ব্যবহার করে জেনে নিন
- কাস্টমার সাপোর্ট দেয় কি না নিশ্চিত হয়ে নিন