অফিসের কোনো কলিগের কম্পিউটার স্লো হয়ে গেছে? নেট পাচ্ছে না… বা অ্যাকাউন্ট হ্যাকড? সমস্যা যাই হোক – ডাকামাত্র সমাধানে ত্বরিত হাজির আইটি অ্যাডমিন। সাধারণত, কর্পোরেট প্রতিষ্ঠানসমূহে একই নেটওয়ার্কে কিংবা অযুক্ত অবস্থাতেই একসঙ্গে অনেক কম্পিউটার এবং উপরি হিসাবে সবার এক বা একাধিক মোবাইল ফোন থাকায় এক হাতে সামলাতে হিমশিম খেতে হয় এই সুপারহিরোদের!
তাঁদের এমন পাঁচ পেইন পয়েন্টস নিয়েই আমাদের এবারের পোস্ট:
আইটি অ্যাডমিনদের কাজের তালিকার শুরুতেই আছে প্রাতিষ্ঠানিক কম্পিউটার রক্ষণাবেক্ষণ। সকল ডিভাইসের অপারেটিং সিস্টেম ঠিকঠাক রাখার পাশাপাশি স্মুথ সার্ভিসের জন্য নিয়মিত তা হালনাগাদ, সফটওয়্যার সংযুক্তি কিংবা প্রয়োজনবোধে বিযুক্তি, সকল ডিভাইসের পারফর্মেন্স ও কোন পিসিতে কী করা হচ্ছে না হচ্ছে তা নজরদারি ইত্যাদি সবই করতে হয় আইটি অ্যাডমিনদের। ফলে, কখনো কখনো ঘুমের মাঝে স্বপ্নে এসেও জমে থাকা কাজ তাড়া দিতে থাকে প্রাতিষ্ঠানিক প্রযুক্তি প্রকৌশলীদের।
উল্লিখিত কাজসমূহ সম্পাদন করতে গেলে সহকর্মীদের কাজে বিঘ্ন ঘটেই (এটা যেন অলিখিত নিয়মই হয়ে দাঁড়িয়েছে!)। ব্যাকআপ রাখা কিংবা রিকভারি প্রসেস, আপডেট থেকে শুরু করে নিয়মিত রক্ষণাবেক্ষণ – এসব করার সময় যখন যার ডিভাইসের কাজ করা হয় তার বসে থাকা ছাড়া কিছুই করার থাকে না।
এখনকার সময়ে কম-বেশি সব প্রতিষ্ঠানেই রয়েছে রিমোট কর্মীর চল। কাজের খাতিরে অন্যত্র, ভিন্ন শহরে কিংবা দূরদেশেও থাকে অনেক সহকর্মী। ফলে, একদিকে তাঁরা যেমন ট্র্যাকিংয়ের বাইরে রয়ে যান তেমনি আইটি সমস্যায় বাইরে থেকে সাহায্য নেয়া ছাড়া আর কোনো উপায়ও থাকে না।
ম্যাল ও র্যানসমওয়্যারের এই যুগে সাইবার হামলা কখনো বলেকয়ে ঘটে না। ফলে আইটি অ্যাডমিনদের প্রায়শই মুখোমুখি হতে হয় আনপ্রেডিক্টেবল ইউজার বিহেভিয়ারের। আর এসব ফিক্সিংয়ে সহকর্মীদের বিপুল পরিমাণ কর্মঘণ্টা অপচয়ের পাশাপাশি কোম্পানিও মুখোমুখি হয় আর্থিক ক্ষতি ও সুনাম ধসের।
এসব সমস্যার সহজ সমাধান হিসাবে স্মার্ট আইটি অ্যাডমিনরা এন্ডপয়েন্ট সিকিউরিটি ব্যবহার করেন। প্রাতিষ্ঠানিক সাইবার নিরাপত্তায় সবচাইতে কার্যকর সমাধান রিভ এন্ডপয়েন্ট সিকিউরিটি ম্যালওয়্যার অ্যাটাক এড়াতে প্রতিটি এন্ডপয়েন্টে নিরাপত্তার পাশাপাশি আরও দেয় রিমোট ইনস্টলেশন, আপডেট এবং স্ক্যানিং সুবিধা।
টার্গেটেড ও জিরো ডে অ্যাটাক প্রতিহতে মেশিন লার্নিং সুবিধা সম্বলিত রিভ এন্ডপয়েন্ট সিকিউরিটি ব্যবহারে অফিসের যাবতীয় হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবস্থাপনা চলে আসে সিঙ্গেল কনসোলে। নেটওয়ার্কে ১০০ কিংবা ১০০০ যত পিসিই থাকুক না কেন – যেকোনোটির হার্ডওয়্যার বা সফটওয়্যার পরিবর্তন করা হলেই আপনি এবার জানতে পারবেন। পাশাপাশি, হার্ডওয়্যার অ্যাসেট অডিটের মাধ্যমে জানতে পারবেন প্রয়োজনীয় ওয়ারেন্টি ইনফরমেশন।
রিভ এন্ডপয়েন্ট সিকিউরিটিতে নিয়ন্ত্রণ করা যায় প্রতিটি অ্যাপ্লিকেশনই। ভাইরাসের আশঙ্কা আছে কিংবা তথ্য চুরি হতে পারে এমন সম্ভাবনা থাকা অ্যাপের পাশাপাশি প্রাতিষ্ঠানিক কাজের প্রয়োজনেও চাইলে স্কাইপ, ফেসবুক, ইয়াহু মেসেঞ্জার, গুগল হ্যাংআউট কিংবা যেকোনো গেমিং অ্যাপ্লিকেশন এতে ব্লক করে রাখা যায়।
এছাড়াও, রিভ এন্ডপয়েন্ট সিকিউরিটি সংযুক্ত নেটওয়ার্কের কোনো ডিভাইস থেকে অনিরাপদ কোনো ওয়েবসাইট ব্রাউজ করামাত্র অ্যাডমিন এর নোটিফিকেশন পাবেন।
রিভ এন্ডপয়েন্ট সিকিউরিটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন:
https://www.reveantivirus.com/blog/wp-content/uploads/2018/05/REVE-Endpoint-Security.pdf