কিছু পেতে গেলে কিছু দিতে হয়, একেবারে ফ্রি বলতে পৃথিবীতে কিছু নেই বলে বুদ্ধিমানেরা মত দিয়ে থাকেন। তবুও, অনলাইনে হাজারো ফ্রি সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন। ফ্রি সেবার নামে এসব নামসর্বস্ব সফট ও অ্যাপ অগোচরে ব্যবহারকারীদের তথ্য, এমনকি কন্টাক্টস ও এসএমএস পর্যন্ত মাঝে মাঝে হাতিয়ে নেয়।
মূলত, অসচেতনতার জন্যই এমনটি ঘটে থাকে। এই অসচেতনতা মূলত দুইভাবে হয়ে থাকে- কোনো সেবা নেয়ার শুরুতে অ্যাপ্লিকেশন ইনস্টল করার সময় কী কী অ্যাকসেস নেয়া হবে তা দেখানো হয়। অনেক সময় না জেনে কিংবা কখনো তাড়াহুড়ায় না দেখে সেসব অ্যাকসেস আমরাই অ্যালাউ করে দেই। আবার, কিছু কিছু সফটওয়্যার আছে ব্যবহারকারীর নিরাপত্তা সমাধান (অ্যান্টিভাইরাস বা মোবাইল সিকিউরিটি) ব্যবহার না করার সুযোগে তথ্য হাতিয়ে নিয়ে থাকে।
এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে যেকোনো অ্যাপ বা সফটওয়্যার ইনস্টলের পূর্বে তাই কী কী অনুমতি চাওয়া হচ্ছে তা দেখে অ্যাগ্রি করুন এবং অধিকতর নিরাপদ থাকতে অবশ্যই কম্পিউটারে অ্যান্টিভাইরাস ও ফোনে মোবাইল সিকিউরিটি ব্যবহার করুন।